AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OLED টিভিতে হাজার হাজার টাকা খরচ করছেন, আসলে লাভ না লোকসান হচ্ছে দেখুন

OLED TV Tips: যে কোনও জনিস কেনার আগে ভাল করে সেটি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন, যাতে কেনার পরে কোনও রকম আফসোস করতে না হয়। অনেকেরই OLED টিভি কেনার ইচ্ছা থাকে। কিন্তু তার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে জানা আছে কি?

OLED টিভিতে হাজার হাজার টাকা খরচ করছেন, আসলে লাভ না লোকসান হচ্ছে দেখুন
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 1:43 PM
Share

OLED TV Buying Guide: বিগত কয়েক বছরে স্মার্ট টিভির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে। অনেকেই নিজের জন্য স্মার্ট টিভি কিনতে চান। বাজারে বিভিন্ন ধরনের স্মার্ট টিভি রয়েছে। কোনটি কিনলে ভাল হয়, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না? যে কোনও জনিস কেনার আগে ভাল করে সেটি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন, যাতে কেনার পরে কোনও রকম আফসোস করতে না হয়। অনেকেরই OLED টিভি কেনার ইচ্ছা থাকে। কিন্তু তার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে জানা আছে কি? যদি না জানা থাকে, তবে কেনার আগে সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে জেনে নিন। এতে আপনি যখনই নতুন টিভিটি কিনে বাড়িতে আনবেন, আপনার কোনও সমস্যা হবে না। আপনি ভারতীয় বাজারে Blaupunkt, TCL, LG, Sony এবং Samsung এর মতো কোম্পানির স্মার্ট টিভিতে QLED সাপোর্ট পাবেন।

OLED টিভি কেনার সুবিধা:

  • OLED ডিসপ্লে মানেই, তাতে ঝকঝকে ছবি। আর HD কোয়ালিটির ভিডিয়ো। এতে কনট্রাস্ট রেশিও থাকে।
  • OLED টিভিগুলিতে এলইডি টিভির চেয়ে অনেক ভাল কোয়ালিটির ছবি দেখা যায়।
  • OLED প্যানেলে ব্যাকলাইট নেই। এমনকি LED ডিসপ্লের চেয়ে বেশি পাওয়ার কনজামশন করে।
  • আপনি যদি গেম খেলতে পছন্দ করেন, তবে এই টিভিগুলি আপনার জন্য সেরা। কারণ এই টিভিতে গেম খেলার দারুন অভিজ্ঞতা পাওয়া যায়।
  • OLED টিভিগুলি পাতলা এবং বেশি জায়গা নেয় না। এতে আলাদা ব্যাক লাইটের প্রয়োজন হয় না। এই টিভিগুলোর দাম বর্তমানে খুব একটা বেশি নয়, আগের তুলনায় এখন অনেক কম দামে পাওয়া যায়।

OLED টিভি কেনার অসুবিধা:

  • OLED টিভির পিকচার কোয়ালিটি যতটা ভাল, এর ব্রাইটনেস লেভেল ততটাই কম।
  • স্ক্রিন বার্ন-ইন বা ইমেজ ধরে রাখার ক্ষমতা কম। অর্থাৎ আপনার মাঝে মাঝে আবছা মনে হতে পারে।
  • লাইট কম হওয়ায় ছবি যথই ভাল হোক না কেন, আপনি অন্ধকার ঘরে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না। কারণ এক কালার অনেক হাই।