iOS 17 আপডেট করলে AirPods Pro 2 ব্যবহারকারীরা পাবেন এই 6 আশ্চর্যজনক ফিচার্স

iOS 17-এর বেশ কিছু নতুন ফিচার কেবল AirPods 2-এর জন্য এক্সক্লুসিভ করে রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ অডিও, লসলেস অডিও ছাড়া আরও অনেক কিছু। iOS 17 আপডেট কনে নিলে AirPods 2 ব্যবহারকারীরা যে সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন, সেগুলি জেনে নিন।

iOS 17 আপডেট করলে AirPods Pro 2 ব্যবহারকারীরা পাবেন এই 6 আশ্চর্যজনক ফিচার্স
আপডেটের ফলে একাধিক নতুন ফিচার্স AirPods Pro 2-তে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 11:22 AM

চার-চারটি স্মার্টফোন, দুটি স্মার্টওয়াচ এনে টেকদুনিয়ার খেলাটা ঘুরিয়ে দিয়েছে Apple। নতুন iPhone এবং Apple Watch-এ একাধিক নতুন ফিচার্স দেওয়া হয়েছে, যা এর আগের মডেলগুলিতে ছিল না। তার পাশাপাশি কুপার্টিনোর টেক জায়ান্টটি এ-ও জানিয়েছে, USB-C চার্জিং পোর্ট পাচ্ছে AirPods Pro 2-ও। তার থেকেও বড় কথা হল, অ্যাপল তার এই প্রিমিয়াম ইয়ারবাডস আপগ্রেড করেছে iOS 17-এর সাহায্যে। ফলে, ইয়ারবাড জোড়া আরও একাধিক আকর্ষণীয় ফিচার পেয়ে গিয়েছে।

iOS 17-এর বেশ কিছু নতুন ফিচার কেবল AirPods 2-এর জন্য এক্সক্লুসিভ করে রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাডাপ্টিভ অডিও, লসলেস অডিও ছাড়া আরও অনেক কিছু। iOS 17 আপডেট কনে নিলে AirPods 2 ব্যবহারকারীরা যে সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।

AirPods 2 নতুন ফিচার্স

1) অ্যাডাপ্টিভ অডিও – পারিপার্শ্বিকের আওয়াজ শুনে এই ফিচারের সাহায্যে ডিভাইসের অডিও অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে।

2) কনভার্সেশনাল অ্যাওয়ারনেস – এই ফিচারটি সক্রিয় করলে ডিভাইসের ভলিউম কমিয়ে দেয় বা যখন কোনও ব্যবহারকারী কথা বলা শুরু করবেন, তখন মিডিয়াকে ক্ষণিকের জন্য বিরতি দেয়। কথোপকথন শেষ হয়ে গেলেই তা পুনরায় শুরু হয়ে যায়।

3) লসলেস অডিও – আশ্চর্যজনক বিষয়টি হল, এই ফিচারটি এক্সক্লুসিভ কেবল AirPods 2-এর জন্যই। আপনি যখনই Vision Pro-এর সঙ্গে AirPods কানেক্ট করবেন, ঠিক তখনই ফিচারটি লসলেস অডিও সাপোর্ট করবে। যদিও, এই ফিচারটি অন্যান্য ডিভাইসে কেন দেওয়া হচ্ছে না, সে বিষয়ে অ্যাপল কিছু জানায়নি।

4) পার্সোনালাইজ়ড ভলিউম – এই ফিচারটি স্বয়ংক্রিয় ভাবে মিডিয়া ভলিউম অ্যাডজাস্ট করবে, যা পারিপার্শ্বিকের নয়েজ়ের উপরে নির্ভর করবে। অ্যাডাপ্টিভ অডিও এবং কনভার্সেশনাল অ্যাওয়ার্নেসের সঙ্গে সিঙ্ক করে কাজ করবে ফিচারটি।

5) মিউট/আনমিউট কল – কল মিউট এবং আনমিউট করার ক্ষেত্রে এটি সবথেকে হ্যান্ডি ফিচার হতে চলেছে। তার জন্য এয়ারপডের স্টেমে সিঙ্গেল প্রেস করলেই হবে। এক্ষেত্রে মনে রাখা জরুরি, এই ফিচারটিও কেবল মাত্র নতুন প্রজন্মের AirPods এবং AirPods Max ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে।

6) অটোমেটিক সুইচিং আরও উন্নত – এই ফিচারটি ডিভাইসগুলির অটোমেটিক সুইচিং উল্লেখযোগ্যভাবে উন্নত করে, যা খুব সহজে এবং নির্বিঘ্ন ভাবে ট্রানজ়িশনে সাহায্য করবে।

কীভাবে আপডেট করবেন?

AirPods আপডেট করতে প্রথমেই আপনাকে তা iPhone-এর সঙ্গে কানেক্ট করতে হবে। তার জন্য সেটিংসে গিয়ে AirPods মেনু থেকে লেটেস্ট ভার্সনটি খুঁজে বের করতে হবে। আপডেটের প্রক্রিয়াটি অটোমেটিক। যার জন্য আপনাকে এয়ারপডটিকে iPhone-এর কাছাকাছি রাখতে হবে এবং 50 শতাংশের বেশি চার্জ করতে হবে। iOS 17-এর পাবলিক রিলিজ় ডেট 18 সেপ্টেম্বর, 2023।