Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলন্ত গাড়িতে বাড়ছে অপরাধ, অনলাইনে ক্যাব বুক করে অবশ্যই নজর দিন এই 5 বিষয়ে

Cab Booking Tips: আপনি যদি ক্যাবে যাতায়াত করেন, তবে ক্যাব আসার পরে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। নাহলে ক্যাবে উঠে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তবে এককালে এই ক্যাব বুক করার আগে মানুষ ভয় পেত। কিন্তু এখন সিকিওরিটি অনেকটাই বেড়েছে। ফলে যত রাতই হোক যেখানেই ফেঁসে যান, ক্যাব পাওয়া যায়।

চলন্ত গাড়িতে বাড়ছে অপরাধ, অনলাইনে ক্যাব বুক করে অবশ্যই নজর দিন এই 5 বিষয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 11:35 AM

অফিস যাওয়ার জন্য হোক বা ঘুরতে যাওয়ার জন্য, ক্যাব সার্ভিস ছাড়া যাতায়াত করেন না এমন অনেকেই আছে। তবে এককালে এই ক্যাব বুক করার আগে মানুষ ভয় পেত। কিন্তু এখন সিকিওরিটি অনেকটাই বেড়েছে। ফলে যত রাতই হোক যেখানেই ফেঁসে যান, ক্যাব পাওয়া যায়। আপনিও যদি ক্যাবে যাতায়াত করেন, তবে ক্যাব আসার পরে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। নাহলে ক্যাবে উঠে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন।

এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় নোট করুন:

  1. ক্যাব আসার পরে, যদি কোনও ক্যাব চালক এসে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি একটি ক্যাব বুক করেছেন কি না, তাহলে ক্যাবে বসবেন না।
  2. প্রথমত, অ্যাপে দেওয়া গাড়ির নম্বরটি যে ক্যাব এসেছে তার সঙ্গে মিলিয়ে নিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি অ্যাপে ম্যাপে যে রুটে দেখছেন চালক সেই একই রুটে যাচ্ছেন কি না, তা নিশ্চিত করুন।
  3. কিছু গাড়িতে চাইল্ড লক ফিচার পাওয়া যায়। গাড়িতে বসার পরে, আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে যে ড্রাইভার চাইল্ড লক ফিচারটি অন করেছেন কি না। যদি এই ফিচারটি অন থাকে, তাহলে সতর্ক হতে হবে। এতে গাড়ির পিছনের জানলা এবং দরজা লক হয়ে যায়।
  4. চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাপে দেখানো ড্রাইভারের পরিচয় আসল ক্যাব চালকের সঙ্গে মিলছে কি না।
  5. যদি ক্যাব চালক আপনার সঙ্গে কিছু ভুল করার চেষ্টা করে, তাহলে অবিলম্বে বা আগেই আপনার ফোনে 112 ইন্ডিয়া অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপের মাধ্যমে, আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পুলিশের কাছ থেকে একটি কল পাবেন, আপনি আপনার সমস্যা শেয়ার করতে পারেন। এতে আপানর লোকেশন ট্যাক করা হবে। তারপরে আপনাকে সমস্যা অনুযায়ী সাহায্য করা হবে।