Social Media Tips: প্রতারণা এড়াতে সোশ্যাল মিডিয়ার সুরক্ষা কবজ, না জানলে মহা বিপদ!

Social Media Scam: আপনিও যদি ইন্টারনেট ব্যবহার করেন এবং ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তবে আপনাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। নাহলেই বিপদ।

Social Media Tips: প্রতারণা এড়াতে সোশ্যাল মিডিয়ার সুরক্ষা কবজ, না জানলে মহা বিপদ!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 6:39 PM

আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্ত থাকার উপায় নেই। অবসর সময়ে ফেসবুক, ইনস্টাগ্রামের ফটো ভিডিয়ো দেখে সময় কাটে। আর কাজের সময় হোয়াটসঅ্যাপ ছাড়া তো কোনও কথাই নেই। তারপরে তো আরও কত সোশ্যাল মিডিয়ায় অ্যাপ আছেই। অ্যাপের পরিমাণ যত বাড়ছে, ততই বেড়ে চলেছে স্ক্যাম। আপনিও যদি ইন্টারনেট ব্যবহার করেন এবং ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তবে আপনাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। নাহলেই বিপদ। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোনের সমস্ত ডেটা স্ক্যামারদের হাতে চলে যাবে, আর সেই সঙ্গে ব্যাঙ্কের টাকাও। তাই আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি স্ক্যামারদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন।

নজরে রাখুন এসব বিষয়:

  • আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিয়ো শেয়ার করেন, তাহলে তার সেটিংস পরিবর্তন করে ব্যক্তিগত বা সীমিত রাখুন। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিয়ো শুধু তারাই দেখতে পাবে যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে।
  • এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কোন প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। যেমন মোবাইল নম্বর, আধার নম্বর, বাড়ির ঠিকানা ইত্যাদি। এসব প্ল্যাটফর্মে পারিবারিক ছবি শেয়ার করাও এড়ানো উচিত। অনেক সময় সেই সব ছবি দিয়েও আপনার সঙ্গে স্ক্যাম হতে পারে।
  • কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করার আগে, তার সম্পর্কে সব দেখুন। তার প্রোফাইল দেখুন এবং তার টাইমলাইন দেখুন। আপনি যদি কাউকে না চেনেন, তবে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট না করাই ভাল। সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার কাছে টাকা চাইলে কোনওভাবেই তাকে টাকা পাঠাবেন না। আপনার পরিচিত বন্ধু বা পরিবারের সদস্যের আইডি থেকে টাকা চাওয়া হলে প্রথমে সেই বন্ধু বা সদস্যকে কল করুন। তার সঙ্গে কথা বলুন। সরাসরি টাকা ট্রান্সফার করবেন না। কারণ অনেক সময় স্ক্যামরা সেই সব অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চায়।
  • সাইবার স্ক্যামাররা সোশ্যাল মিডিয়ায় আপনার চেয়ে বেশি সক্রিয় এবং তারা একটার পর একটা ভুয়ো প্রোফাইল তৈরি করছে মানুষকে ঠকাতে। আপনি যদি এমন কোনও বন্ধুর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান, যিনি ইতিমধ্যেই আপনার ফ্রেন্ড লিস্টে আছেন। তাহলে তাকে জিজ্ঞাসা করুন, যে আদৌ তিনি সেই অ্যাকাউন্টটা তৈরি করেছেন কি না।