Keyboard Apps: ভুল ইংরেজি শুধরে দেবে অ্যান্ড্রয়েড ফোন নিজেই, দারুণ কাজের এই 5 অ্যাপ

Best Keyboard App: আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে টাইপিং স্পিড বাড়াতে চাইলে এবং একাধিক ভাষায় লিখতে চাইলে, এই কিবোর্ড অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। এই সমস্ত অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক।

Keyboard Apps: ভুল ইংরেজি শুধরে দেবে অ্যান্ড্রয়েড ফোন নিজেই, দারুণ কাজের এই 5 অ্যাপ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 7:20 PM

আজকাল স্মার্টফোন ব্যবহার করেন না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। বাজারে কম দাম থেকে বেশি দামের স্মার্টফোন পাওয়া যায়। আর যাদের বাজেট কম, তারাও কিনে ফেলতে পারেন। ফলে স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা কম নেই। আর অনেকেই সাধের ফোনটিকে বিভিন্নভাবে সাজিয়ে রাখতে পছন্দ করেন। আপনার ননে হতে পারে, সাজানো মানে ভাল ভাল কভার লাগানো। একেবারেই তা নয়। আপনি চাইলে কয়েকটি অ্যাপ ব্যবহার করে, ফোনের ভিতরের গেটআপ একেবারে সুন্দর করে ফেলতে পারেন। সেই সঙ্গে যারা মেসেজ করতে ভালবাসেন, তারা সুন্দর কিবোর্ডও পাবেন, যা ফোনকে আরও সুন্দর করে তুলবে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে টাইপিং স্পিড বাড়াতে চাইলে এবং একাধিক ভাষায় লিখতে চাইলে, এই কিবোর্ড অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। এই সমস্ত অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক।

Google Indic Keyboard: এই অ্যাপটির মাধ্যমে আপনি 10টিরও বেশি ভাষায় টাইপ করতে পারবেন। এছাড়ও আপনি আপনার নিজের স্পিড অনুযায়ী সেট করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডে কিবোর্ডে আপনার ছবি সেট করতে পারেন, যাতে আপনার কিবোর্ডটি দেখতে আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে।

Fleksy: এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পিড বাড়াতে পারবেন। এতে স্মার্ট জেসচার, কার্সার কন্ট্রোল এবং অটোমেটিক সংশোধনের সুবিধাও রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনও বানান ভুল লেখেন, তবে এই কিবোর্ডটি সঠিক করে দেবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়েই ডাউনলোড করা যাবে।

ক্রোমা কীবোর্ড (Chrooma Keyboard): এটি একটি অভিনব কিবোর্ড অ্যাপ। এই অ্যাপটি অটোমেটিক অ্যাপের রঙ অনুযায়ী কিবোর্ডের রঙ পরিবর্তন করে দেয়। এতে নাইট মোড, স্প্লিট মোড এবং আরও অনেক ফিচার রয়েছে।

Grammarly: এই কিবোর্ডটি তাদের জন্য ভাল যাদের ইংরেজি ব্যাকরণে সমস্যা রয়েছে। এই কীবোর্ডের সাহায্যে, আপনি খুব সহজেই সব কিছু টাইপ করতে পারেন। যদি আপনার ইংরাজি লিখতে কোনও রকম ভুল হয়, তবে তা ঠিক করে দেবে এই কিবোর্ড।

Swiftkey: এই কিবোর্ড অটোমেটিক ভুল সংশোধন, GIF, ইমোজি এবং অনেক ভাষা সাপোর্ট করে। আপনি এই সব কটি অ্যাপই প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আপনি এই কীবোর্ড অ্যাপে ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিও সেট করতে পারেন।