AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতারণা এড়াতে GPay ও PhonePe-র UPI পিন বদলে নিন এখনই, জানুন সহজ পদ্ধতি

GPay PhonePe UPI PIN Change: ফোন পে হোক বা গুগল পে টাকা পাঠানোর বিষয়টি যেন UPI-এর মাধ্যমে খুবই সহজ হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেশের যে কোনও প্রান্তে আপনি টাকা পাঠাতে পারবেন।। তবে UPI ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনি টাকা পারেন ঠিকই, সেই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে প্রতারণার মাত্রাও ব্যাপক হারে বেড়েছে। সেই কারণেই GPay বা PhonePe থেকে ইউপিআই পিন রিসেট বা পরিবর্তন করাটাও জরুরি হয়ে পড়েছে।

প্রতারণা এড়াতে GPay ও PhonePe-র UPI পিন বদলে নিন এখনই, জানুন সহজ পদ্ধতি
UPI পেমেন্ট করার সময়ও অতি-সতর্কতা জরুরি।
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 12:11 PM
Share

UPI Pin Change: দেশে ডিজিটাল ট্রানজ়াকশনের জগতে আমূল পরিবর্তন ঘটিয়েছে UPI বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস। এই পরিষেবা ডেভেলপ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। ব্যবহারকারীরা এই UPI-এর মাধ্যমে নিজেদের ফোন নম্বর থেকে অন্য যে কোনও নম্বরে টাকা পাঠাতে পারেন। আবার চাইলে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসেও টাকা পাঠানো সম্ভব হবে। এহেন UPI এখন জনপ্রিয় পেমেন্ট অ্যাপগুলি যেমন Google Pay, PhonePe এবং Paytm-এর মেরুদণ্ড হয়ে উঠেছে।

ফোন পে হোক বা গুগল পে টাকা পাঠানোর বিষয়টি যেন UPI-এর মাধ্যমে খুবই সহজ হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেশের যে কোনও প্রান্তে আপনি টাকা পাঠাতে পারবেন।। তবে UPI ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনি টাকা পারেন ঠিকই, সেই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে প্রতারণার মাত্রাও ব্যাপক হারে বেড়েছে। সেই কারণেই GPay বা PhonePe থেকে ইউপিআই পিন রিসেট বা পরিবর্তন করাটাও জরুরি হয়ে পড়েছে।

Gpay অ্যাপের UPI পিন পরিবর্তন বা রিসেট করবেন কীভাবে

* তার জন্য প্রথমেই আপনাকে গুগল পে অ্যাপটি খুলতে হবে।

* অ্যাপের ডান দিকের কর্নারে আপনার যে ছবিটি ডিসপ্লে করা রয়েছে, সেখানে ক্লিক করুন।

* ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

* এবারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI PIN আপনি বদলাতে চান, সেটি সিলেক্ট করুন।

* চেঞ্জ UPI PIN অপশনে ক্লিক করুন।

* নতুন UPI PIN দিয়ে দিন, যেটি পরবর্তী ট্রানজ়াকশনগুলির জন্য ব্যবহার করবেন।

* ওই একই UPI PIN এবারে ভেরিফিকেশনের জন্য দিয়ে দিন।

PhonePe অ্যাপের UPI পিন পরিবর্তন বা রিসেট করবেন কীভাবে

* আপনার ডিভাইস থেকে প্রথমে ফোনপে অ্যাপটি খুলুন।

* ফোনপে অ্যাপ হোমস্ক্রিন থেকে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন।

* পেমেন্ট মেথড সেকশনের ভিতরে গিয়ে স্ক্রল করুন।

* যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য UPI PIN রিসেট করতে চান, সেটি দিয়ে দিন।

* UPI PIN অপশনে ক্লিক করুন।

* ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট বা এটিএম কার্ডের জরুরি তথ্যগুলি দিয়ে দিন।

* কার্ডের সব তথ্য দেওয়ার পরে আপনি এসএমএসের মাধ্যমে একটি 6 ডিজিটের OTP পেয়ে যাবেন আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে।

* ওটিপি দিয়ে দিন।

* এবারে নতুন UPI PIN সেট করার সময় এসে গিয়েছে।

* 4 বা 6 ডিজিটের UPI PIN দিয়ে দিন।

* কনফার্মেশনের জন্য আপনার নতুন ইউপিআই পিনটি দিয়ে দিন।

* সবশেষে কনফার্ম অপশনে ক্লিক করে UPI PIN রিসেট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।