AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter ID কার্ডে আপনার নামে গন্ডগোল? লোকসভা ভোটের আগে এভাবে করে নিন সংশোধন

Voter ID Correction: ভারতে, 18 বছরের বেশি বয়সী সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। শুধু তাই নয়, অনেক সরকারি পরিষেবা পেতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও এই কার্ডের প্রয়োজন। কিন্তু যদি তাতে কোনও রকম ভুল থেকে যায়, তাহলে তা এখনই ঠিক করে নেওয়া প্রয়োজন।

Voter ID কার্ডে আপনার নামে গন্ডগোল? লোকসভা ভোটের আগে এভাবে করে নিন সংশোধন
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 21, 2024 | 11:18 AM
Share

ভোটার আইডি কার্ড এমনই একটি গুরুত্বপূর্ণ নথি, যা ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয়। আবার এটি একটি পরিচয়পত্র হিসাবেও কাজ করে। ভারতে, 18 বছরের বেশি বয়সী সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। শুধু তাই নয়, অনেক সরকারি পরিষেবা পেতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও এই কার্ডের প্রয়োজন। কিন্তু যদি তাতে কোনও রকম ভুল থেকে যায়, তাহলে তা এখনই ঠিক করে নেওয়া প্রয়োজন। এবার আপনি হয়তো ভাবছেন তার জন্য আপনাকে সরকারি অফিসে ছুটতে হবে। কিন্তু একবারেই তা নয়। আপনি বাড়িতে বসেই অনলাইনে এই কাজ করতে পারবেন।

অনলাইনে ভোটার আইডি কার্ডে নাম বা ঠিকানা পরিবর্তন করতে কী করবেন?

1. প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (NVSP)-এর ওয়েবসাইটে যেতে হবে।

2.এর পরে, আপনাকে আপনার ভোটার আইডি নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে।

3. লগ ইন করার পর, আপনাকে “Correction of entries in electoral roll” অপশনে ক্লিক করতে হবে।

4.এর পরে, আপনাকে “Correction in Name” বা “Correction in Address” অপশনে ক্লিক করতে হবে।

5. এবার আপনাকে ফর্মটিতে আপনার তথ্য দিতে হবে।

6. ফর্মে পূরণ করা তথ্য যাচাই করার জন্য আপনাকে প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে, যা যা ফর্মে রয়েছে।

7. অবশেষে, আপনাকে declaration ফর্মটি পূরণ করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

যে সব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে…

নাম পরিবর্তন করতে:

আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড

ঠিকানা পরিবর্তন করতে:

আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড বিদ্যুৎ বিল টেলিফোন বিল

ভোটার আইডি কার্ডে নাম বা ঠিকানা পরিবর্তনের খরচ কত?

নাম পরিবর্তনের জন্য 100 টাকা দিতে হবে। ঠিকানা পরিবর্তনের জন্য 50 টাকা খরচ করতে হবে।

ভোটার আইডি কার্ডে নাম বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করার পরে, আপনি একটি রেফারেন্স আইডি পাবেন। এই রেফারেন্স আইডি ব্যবহার করে আপনি আপনার আবেদনের স্থিতি দেখতে পারেন। আপনি আপনার ভোটার আইডি কার্ড আপডেট করতে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও যেতে পারেন।