Jio ও Airtel গ্রাহকরা শেষ 6 মাসের কল হিস্ট্রি দেখবেন কীভাবে? সহজ উপায়
আপনার ব্যক্তিগত প্রয়োজন হোক বা ব্যবসার ক্ষেত্রে বা জরুরি কিছু কন্ট্যাক্টের সঙ্গে, কবে, কখন কথোপকথন হয়েছে, তা দেখার জন্যও কল হিস্ট্রি চেক করার প্রয়োজনীয়তা তৈরি হয়। বিশেষ করে শেষ ছয় মাসের কল হিস্ট্রি আমাদের সবথেকে বেশি কাজে লাগে। মনে রাখবেন, বিভিন্ন টেলিকম সংস্থার ক্ষেত্রে কল হিস্ট্রি চেক করার ব্যাপারটিও ভিন্ন।

কিছুক্ষণ যদি মোবাইলটা সঙ্গে না থাকে, মনে হয় যেন সারা দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। একদিন মোবাইল ছেড়ে থাকার কথাতো ভাবাই যায় না। কারণ, যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম এখন স্মার্টফোন। সেই ফোন জরুরি বিশেষ করে কলের জন্যই। আর ফোন কল যখন জরুরি, তখন তার একটা কল হিস্ট্রিও আপনার কাছে থাকা দরকার। কিন্তু আপনার ফোনে এক-দেড় মাসের বেশি কল হিস্ট্রি সেভ করা থাকে না।
তবে আপনি চাইলে লম্বা সময়ের জন্যও কল হিস্ট্রি চেক করতে পারেন। আপনার ব্যক্তিগত প্রয়োজন হোক বা ব্যবসার ক্ষেত্রে বা জরুরি কিছু কন্ট্যাক্টের সঙ্গে, কবে, কখন কথোপকথন হয়েছে, তা দেখার জন্যও কল হিস্ট্রি চেক করার প্রয়োজনীয়তা তৈরি হয়। বিশেষ করে শেষ ছয় মাসের কল হিস্ট্রি আমাদের সবথেকে বেশি কাজে লাগে। মনে রাখবেন, বিভিন্ন টেলিকম সংস্থার ক্ষেত্রে কল হিস্ট্রি চেক করার ব্যাপারটিও ভিন্ন। Jio ও Airtel কাস্টমাররা কীভাবে শেষ ছয় মাসের কল হিস্ট্রি চেক করবেন, সেই কৌশল জেনে নিন।
Airtel গ্রাহকরা কল হিস্ট্রি কীভাবে চেক করবেন
* তার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিন।
* ‘ইউসেজ ডিটেলস’ সেকশনে নেভিগেট করুন।
* সেখান থেকেই আপনি একটা নির্দিষ্ট সময়ের কল রেকর্ড বা হিস্ট্রি দেখতে পাবেন।
* ছয় মাস নাকি তিন মাস পর্যন্ত কল হিস্ট্রি দেখতে চান, সেটা দিয়ে সাবমিট করুন।
* আপনার কল হিস্ট্রি স্ক্রিনে দেখানো হবে।
Jio গ্রাহকরা কীভাবে কল হিস্ট্রি চেক করবেন
* আপনার ফোন থেকে MyJio অ্যাপটি খুলুন।
* অ্যাপে লগ ইন করুন এবং আপনার Jio নম্বরটি দিয়ে দিন।
* মাই স্টেটমেন্ট অপশনটি খোঁজার চেষ্টা করুন।
* সেখান থেকে কোন-কোন দিনের কল রেকর্ড আপনি পেতে চান, সেগুলি দিয়ে দিন।
* আপনার সামনেই চলে আসবে ছয় মাস বা তার অধিক সময়ের কল হিস্ট্রি।
