YouTube থেকে রোজগার এখন আরও সহজ, সাবস্ক্রাইবার 500 হলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা

YouTube Partner Program (YPP)-এ একাধিক আপডেট যোগ করা হয়েছে। তার ফলে এখন ইউটিউবের মাধ্যমে অর্থ রোজগার আরও সহজ হয়ে গিয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে টাকা রোজগার করার যোগ্যতার মানদণ্ড এবং কম গ্রাহক সংখ্যাতেই কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারবেন।

YouTube থেকে রোজগার এখন আরও সহজ, সাবস্ক্রাইবার 500 হলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা
ইউটিউব থেকে অর্থ উপার্জন এখন অনেক সহজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 12:34 PM

Google-এর নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube তার ব্যবহারকারীদের মোটা টাকা রোজগারের সুযোগ করে দেয়। প্ল্যাটফর্মটি সম্প্রতি তাদের YouTube Partner Program (YPP)-এ একাধিক আপডেট যোগ করেছে। তার ফলে এখন ইউটিউবের মাধ্যমে অর্থ রোজগার আরও সহজ হয়ে গিয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে টাকা রোজগার করার যোগ্যতার মানদণ্ড এবং কম গ্রাহক সংখ্যাতেই কনটেন্ট ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারবেন।

YouTube তার কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিয়ো তৈরি করতে এবং প্ল্যাটফর্মে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে উৎসাহিত করে। এখন এই পার্টমার প্রোগ্রামের মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর অর্থ রোজগার করতে পারবেন যদি তিনি এবং তাঁর চ্যানেল এই তিনটি শর্ত মানতে পারেন:-

1) ওই ক্রিয়েটরের অন্তত 500 সাবস্ক্রাইবার থাকতে হবে।

2) বিগত 90 দিনে অন্তত তিনটি কনটেন্ট আপলোড করতে হবে যেগুলি পাবলিক।

3) গত এক বছরে 3,000 ওয়াচ হাওয়ার (Watch Hour) বা গত 90 দিনে 3 মিলিয়ন শর্ট ভিউ থাকতে হবে চ্যানেলের।

এর আগে ইউটিউবারদের জন্য প্ল্যাটফর্মে অর্থ উপার্জানের যে ক্রাইটিরিয়া সেট করা হয়েছিল, নতুন নিয়ম তার থেকে অনেকটাই সহজ হয়েছে। এখন এই সব শর্তগুলি পূর্ণ করতে পারলেই ইউটিউবাররা YPP বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশ হতে পারবেন এবং সুপার থ্যাঙ্ক, সুপার চ্যাট, সুপার স্টিকার এবং সাবস্ক্রিপশন টুলের মতো একাধিক জরুরি ফিচার ব্যবহার করতে পারবেন।

এর আগে মানিটাইজ়েশনের জন্য ইউটিউব ক্রিয়েটরদের একাধিক চেকলিস্ট পূরণ করতে হত। তার মধ্যে ছিল অন্তত 1,000 সাবস্ক্রাইবার, গত এক বছরে 4,000 ভিউয়িং হাওয়ার্স এবং গত 90 দিনের সময়কালে অন্তত 10 মিলিয়ন শর্ট ভিউ থাকলে তবেই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে পারতেন ইউটিউবাররা।

YouTube-এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই এই নতুন মানিটাইজ়েশনের এই নতুন শর্তাবলী প্রযোজ্য হবে। প্রাথমিক ভাবে কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়মগুলি লাগু হওয়ার পরে বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।

1) এই প্রোগ্রামে এনরোল করতে কনটেন্ট ক্রিয়েটরদের YouTube Studio-তে যেতে হবে এবং নিচের এই ধাপগুলি মেনে চলতে হবে।

2) বাঁ দিকের মেনু থেকে ‘Earn’ অপশনটি বেছে নিন।

3) এরপরে ‘Apply Now’ অপশনে গিয়ে রিভিউ করুন এবং বেসিক টার্মস ও কন্ডিশনস অ্যাক্সেপ্ট করে নিন।

4) এবার AdSense অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য স্টার্ট অপশনটি বেছে নিন।

5) ইউজাররা চাইলে একটি এগজ়িস্টিং অ্যাকাউন্ট লিঙ্কও করতে পারেন।