AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lost iPhone Tips: হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাবেন মুহূর্তে, এখনই সেটিংয়ে গিয়ে ক্লিক করুন

iPhone Settings Tips: ফোনটি চুরি হওয়ার আগে, আপনার আইফোনের সেটিংসে যান, তারপর আইডি এবং পাসকোড লক হয়ে গেলে, তা আপনার থেকে একটি অ্যাক্সেস চাইবে। সেটি অ্যাক্সেপ্ট করে নিন। এর পরে Control Center এবং Accessories অপশনে ক্লিক করতে হবে।

Lost iPhone Tips: হারিয়ে যাওয়া iPhone খুঁজে পাবেন মুহূর্তে, এখনই সেটিংয়ে গিয়ে ক্লিক করুন
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 1:31 PM
Share

iphone-এর মতো প্রিমিয়াম ফোন কিনতে প্রচুর টাকা খরচ করতে হয়। শুধু তাই নয়, সেই সঙ্গে ফোনে থাকে যাবতীয় ব্যক্তিগত সব তথ্য। ভিড় জায়গায় বেরনো মানেই ফোন চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার ভয় থেকেই থাকে। একবার চুরি গেলে ফোন ফেরত পাওয়া কখনওই সম্ভব নয়। এমনটাই ভাবছেন তো? কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনার আইফোন হারিয়ে যাওয়ার আর কোনও ভয় থাকবে না। এমনকি ফোন চুরি হয়ে গেলেও আপনি ফেরত পাবেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে আগে থেকে আপনার ফোনে কিছু সেটিংস করতে হবে। এই তিনটি ফিচার চালু করলেই আপনি ফোন চুরি হওয়ার চিন্তা থেকে মুক্তি পাবেন।

আইফোনে এই সেটিংস ঠিক করে রাখুন:

ফোনটি চুরি হওয়ার আগে, আপনার আইফোনের সেটিংসে যান, তারপর আইডি এবং পাসকোড লক হয়ে গেলে, তা আপনার থেকে একটি অ্যাক্সেস চাইবে। সেটি অ্যাক্সেপ্ট করে নিন। এর পরে Control Center এবং Accessories অপশনে ক্লিক করতে হবে।

আইফোনের অবস্থান জানতে পারবেন:

  • এর জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে আপনার নামের উপর ক্লিক করুন।
  • এটি করার পর, Find My iPhone অপশনে ক্লিক করুন।
  • Find My iPhone অপশনে ক্লিক করার পর Find My Network-এ Send Last Location-এ ক্লিক করুন।

eSIM-ও আপনার আইফোনটিকে বাঁচাবে:

চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার পরে আপনার ফোনটি কোথায় আছে, তা আপনি জেনে যেতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি কেউ আপনার ফোনটি সঙ্গে সঙ্গে সুইচ অফ করে বন্ধ করে দেয়, তাহলে কীভাবে জানতে পারবেন? এরও একটি সুবিধা রয়েছে। যখনই ফোনটি অন করা হবে, আপনি তার অবস্থান ট্র্যাক করতে পারবেন। আইফোনের বিশেষ বিষয় হল এটিতে ই-সিম ইনস্টল করা যেতে পারে, আপনি চাইলে আপনার আইফোনের জন্য একটি ই-সিমও কিনতে পারেন। এর পরে আইফোন থেকে সিম সরানো কারও পক্ষে সম্ভব হবে না।