AC থেকে বিকট শব্দ? এই ভুলটা করছেন না তো? সাবধান! শেষ করে দিতে পারে নতুন এয়ার কন্ডিশনার

AC থেকে একাধিক কারণে বিকট শব্দ হতে পারে। সেই কারণগুলি আপনি যদি না জানতে পারেন এবং সেই মোতাবেক মেকানিককে ডেকে ঠিক না করান, তাহলে সেই Air Conditioner ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে। এসি আওয়াজ করলে প্রথমেই তা পরিষ্কার করিয়ে নিতে হবে।

AC থেকে বিকট শব্দ? এই ভুলটা করছেন না তো? সাবধান! শেষ করে দিতে পারে নতুন এয়ার কন্ডিশনার
কেন এত শব্দ করছে আপনার এসি?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 5:55 PM

Why AC Making Noise: গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে একটাই জিনিস আপনাকে গরম থেকে মুক্তি দিতে পারে। তা হল AC বা Air Conditioner। প্রচণ্ড গরম থেকে ঘুরে এসে কিছুক্ষণ এসির সামনে দাঁড়ালেই প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ AC চালানোর পরেও আপনি যদি ঠান্ডা হাওয়া না পান, তা যদি দ্রুত আপনার ঘর ঠান্ডা না করতে পারে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই গলদ আছে। তার উপরে আবার সেই এয়ার কন্ডিশনার যদি আওয়াজ করতে থাকে, তাহলে তো আর কথাই নেই। যদি আপনার AC থেকে ক্রমাগত জোরে আওয়াজ হতে থাকে এবং তা যদি দ্রুত ঘর ঠান্ডা না করতে পারে, তাহলে অবিলম্বে আপনার তা ঠিক করা উচিত।

AC থেকে একাধিক কারণে বিকট শব্দ হতে পারে। সেই কারণগুলি আপনি যদি না জানতে পারেন এবং সেই মোতাবেক মেকানিককে ডেকে ঠিক না করান, তাহলে সেই Air Conditioner ধীরে ধীরে খারাপ হয়ে যেতে পারে। এসি আওয়াজ করলে প্রথমেই তা পরিষ্কার করিয়ে নিতে হবে। তারপরেও যদি তা থেকে আওয়াজ হয়, তাহলে সেটি দ্রুত সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া উচিত। মাথায় রাখবেন, ঘন ঘন এসি যদি আওয়াজ করে তাহলে এক সময় তা বিস্ফোরণও হতে পারে।

যেসব কারণে AC থেকে বিকট শব্দ হয়

1) সেই AC যদি অনেক বছরের পুরনো হয়।

2) AC মেশিনের যন্ত্রাংশ যদি আলগা হয়ে যায়।

3) AC-র যন্ত্রাংশে যদি আবর্জনা বা ধুলো জমে থাকে।

4) AC-র কিছু পার্টস যদি নোংরা হয়ে যায়।

কম্প্রেসর ও কনডেন্সর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন

1) আপনার Air Conditioner যদি বিকট শব্দ করতে থাকে, তাহলে তার কম্প্রেসর ও কনডেন্সর চেক করে নিতে হবে।

2) যদি AC-র বয়স 10 বছরেরও বেশি হয়, তাহলেও তা থেকে শব্দ হতে পারে এবং সেক্ষেত্রে অতি অবশ্যই তার কম্প্রেসর ও কনডেন্সর চেক করতে হবে।

3) এয়ার কন্ডিশনারের মোটরও অনেক সময় খারাপ হয়ে গেলে আওয়াজ করতে থাকে। সেরকম হলে তার পরিবর্তন করা প্রয়োজনীয়।

4) AC-র কোনও অংশ আলগা হয়ে গেলে সেগুলি টাইট করে নিতে হবে।

5) অনেক সময় আবার এমনও হতে পারে, কনডেন্সার বা এসির কিছু অংশ কম্পনের কারণে আলগা হয়ে গিয়েছে। তার ফলেও বিকট শব্দ হতে পারে।

প্রতি 6 মাস বা বছরে একবার AC পরিষ্কার করুন

AC থেকে বেশি শব্দ হওয়ার সবথেকে বড় কারণ তার ভিতরে ময়লা জমে থাকা। তাই, শব্দ হওয়ার কোনও রাস্তাই তৈরি হতে দেবেন না। আপনার এসি বিকট শব্দ করার আগেই তা নিয়মিত পরিষ্কার করুন। গরমে দীর্ঘক্ষণ এসি ব্যবহারের ফলে তাতে ময়লা জমাটা খুবই স্বাভাবিক। প্রত্যেক ছয় মাস, এক বছর বা তার কম সময়ের ব্যবধানে সম্ভব হলেও নিয়মিত এসি পরিষ্কার করুন।