AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart New Feature: একবার অফারের দামে সারা বছর কেনাকাটা, অবিশ্বাস্য ফিচার আসছে ফ্লিপকার্টে

Flipkart Price Lock Feature: এই ফিচারটিতে আপনি যে কোনও জিনিসের দাম লক করতে পারবেন। অর্থাৎ এই ফিচারের ফলে আপনি ফ্লিপকার্টের যে কোনও সেলে অনেক কম দামে জিনিস কিনতে পারবেন। অর্থাৎ যদি সেই জিনিসটি সব বিক্রিও হয়ে যায়, তবু তার দাম একই থাকবে।

Flipkart New Feature: একবার অফারের দামে সারা বছর কেনাকাটা, অবিশ্বাস্য ফিচার আসছে ফ্লিপকার্টে
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 3:33 PM
Share

অনলাইনে শপিং করেন না, এমন মানুষ কমই আছেন। আজকাল ঘরের দরকারী জিনিসপত্র থেকে শুরু করে জামা-কাপড়, সবকিছুই অনলাইনে কিনে ফেলেন। তার একটি মূল কারণ হল অফার। ই-কমার্স ওয়েবসাইটগুলিতে প্রচুর পরিমাণে অফার ও ছাড় পাওয়া যায়। শীঘ্রই ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে উৎসবের সেল শুরু হতে চলেছে। বিগ বিলিয়ন ডেস সেলের আয়োজন করতে চলেছে কোম্পানিটি। সেই সেলে আপনি অনেক জিনিস কম দামে কিনে ফেলতে পারবেন। তবে আপনাকে এমন একটি ফিচারের কথা জানানো হচ্ছে, যা আপনার জন্য খুবই উপযোগী হতে পারে। এই ফিচারটির নাম প্রাইস লক(Flipkart Price Lock feature)। তবে এটির কাজ এখনও চলছে এবং আগামী সময়ে এটি চালু হতে পারে। এই ফিচারের সাহায্যে আপনি যে কোনও জিনিসের দাম লক করতে পারবেন। বিগ বিলিয়ন ডেস সেলের 10 বছর পূর্ণ হওয়ায় উদযাপন করা হবে। আর তখনই এই ফিচারটি চালু করা হবে।

Flipkart-এর এই প্রাইস লক ফিচার কী?

এই ফিচারটিতে আপনি যে কোনও জিনিসের দাম লক করতে পারবেন। অর্থাৎ এই ফিচারের ফলে আপনি ফ্লিপকার্টের যে কোনও সেলে অনেক কম দামে জিনিস কিনতে পারবেন। অর্থাৎ যদি সেই জিনিসটি সব বিক্রিও হয়ে যায়, তবু তার দাম একই থাকবে। তবে এই ফিচারটি পেতে আপনাকে কিছু টাকা দিতে হবে। যদিও তা কত টাকা হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি কোম্পানিটি।

এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?

Flipkart Price Lock ফিচারের মাধ্যমে যে কোনও জিনিসের দাম কিছু টাকা দিয়ে লক করা যাবে। তারপর বিক্রি শেষ হওয়ার পরও একই দামে জিনিসটি কেনা যাবে। এমনকি জিনিসটি স্টকের বাইরে থাকলেও, যখনই এটি স্টকে ফিরে আসবে, আপনি তখনই এটি আগের সেই দামেই দামে কিনতে পারবেন।