AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে খারাপ ফোন-টিভি-ফ্রিজ পড়ে আছে? Flipkart-এ দিলে পাবেন মোটা টাকা

Flipkart Exchange Program: যদি আপনার বাড়িতে কোনও পুরনো ভাঙা ডিভাইস থাকে, যেটিতে আপনি আর সারিয়ে টাকা খরচ করতে চান না। তাহলে আপনার কাছে একটি দারুন সুযোগ আছে। আপনি সেই পুরনো জিনিসটির পরিবর্তে অনলাইন অর্ডারে ছাড় পেতে পারেন।

বাড়িতে খারাপ ফোন-টিভি-ফ্রিজ পড়ে আছে? Flipkart-এ দিলে পাবেন মোটা টাকা
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 5:31 PM
Share

বাড়িতে নিশ্চয়ই অনেক বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করেন। যেমন টিভি, ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিন ইত্যাদি। বর্তমানে প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, তা সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৈদ্যুতিক ডিভাইসের ব্যবহার। আর অনেক সময় বহু দিন ধরে ব্যবহারের কারণে এসব ডিভাইস নষ্ট হয়ে যায়। কেউ কেউ সেই সব ডিভাইস ঠিক করেন। আবার কেউ নতুন একটি কিনবেন বলে কেজি দরে কোথাও বেচে দেন। যদি আপনার বাড়িতেও কোনও পুরনো ভাঙা ডিভাইস থাকে, যেটিতে আপনি আর সারিয়ে টাকা খরচ করতে চান না। তাহলে আপনার কাছে একটি দারুন সুযোগ আছে। আপনি সেই পুরনো জিনিসটির পরিবর্তে অনলাইন অর্ডারে ছাড় পেতে পারেন। ভাবছেন, কোনও খারাপ জিনিস কে কিনবে? ই-কমার্স সাইট ফ্লিপকার্ট একটি নতুন এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেছে। যেখানে সংস্থাটি খারাপ ইলেকট্রনিক ডিভাইসগুলি এক্সচেঞ্জের সুযোগ দিচ্ছে। অর্থাৎ, এই ধরনের আইটেমগুলি যদি আপনি অনলাইনে দেন, তাহলে কোম্পানি আপনাকে আপনার অর্ডারে কিছু ছাড় দেবে।

কিন্তু কেন এমন সুযোগ দিচ্ছে কোম্পানিটি?

Flipkart এই প্রোগ্রামটি শুরু করেছে, যাতে লোকেরা তাদের খারাপ ডিভাইসগুলি সহজেই বেচে দিতে পারে। এতে ই-বর্জ্য কমানো যেতে পারে। কোম্পানিটি সেই সব ডিভাইসগুলির মূল্য নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অর্ডারে ছাড় পাবেন।

যদি ডিভাইসটি ঠিক করা যায়, তবে কোম্পানি এটি ঠিক করবে। অন্যথায় এটি পুনর্ব্যবহার করা হবে। ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ নিউ বিজনেস আদর্শ মেনন জানান, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ই-বর্জ্য জেনারেটর (2019 সালে 3.2 মিলিয়ন টন)। MEITY পলিসি পেপার অনুসারে, মাত্র 10 শতাংশ বর্জ্য পুনর্ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়, যা খুবই কম। সবাইকে এই দিকে নজর দিতে হবে। আর এই বিষয়ে আরও কাজ করতে হবে, যাতে ই-বর্জ্য কম করা যায়।

আদর্শ মেনন আরও বলেন যে, “কোম্পানির নতুন এক্সচেঞ্জ প্রোগ্রামটি পুরনো ডিভাইস থেকে নতুন ডিভাইসে স্যুইচ করতেও আর্থিকভাবে সহায়তা করবে।”