মোবাইল রিচার্জ পুরোপুরি ফ্রি! এখনই Flipkart অ্যাপ খুলে করুন এই কাজ
Flipkart SuperCoins Recharge: Flipkart Plus সদস্যরা ফ্লিপকার্ট থেকে জিনিস কেনার সময় সুপারকয়েন দিয়ে সেই টাকা পেমেন্ট করতে পারেন। এর জন্য আপনাকে 'SuperCoins Price' ফিল্টার ব্যবহার করতে হবে। সুপারকয়েন জোনেও এক্সক্লুসিভ ডিল পেয়ে যাবেন। এছাড়াও আপনি অ্যাপ থেকে ফ্লাইট বুক করতে SuperCoins ব্যবহার করতে পারেন।
ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেস সেল (Big Billion Days Sale) চলছে। এই সেল থেকে আপনি বিশাল ডিসকাউন্টে যে কোনও জিনিস কিনতে পারবেন। আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন জিনিসের উপর দুর্দান্ত অফার পাবেন। আপনি যদি ফ্লিপকার্ট থেকে রিচার্জ করেন, তাহলে আপনি অনেক কম খরচে ফোনের রিচার্জও করে ফেলতে পারবেন। Flipkart দাবি করেছে যে এখন ফোন রিচার্জ বিনামূল্যে করতে পারবেন। কোম্পানি আপনাকে Flipkart SuperCoins-এর মাধ্যমে ফোনে রিচার্জের জন্য অফার দেবে। চলুন জেনে নেওয়া যাক আপনি রিচার্জের ওপর কী কী অফার পাবেন।
Flipkart SuperCoins ব্যবহার করতে হবে:
Flipkart থেকে কেনাকাটা করার সময় ব্যবহারকারীরা সুপারকয়েন পান। আপনি যদি কিছু কিনে থাকেন, তবে এর সুবিধা আপনিও হয়তো পেয়েছেন। যত বেশি শপিং করবেন, ততই সেই কয়েন বাড়তে থাকবে। অনেকেরই হয়তো এটা জানা ছিল না। তবে এবার এই সেলে SuperCoins-এর সাহায্যে আপনি ফোন রিচার্জ কম খরচে করে ফেলতে পারবেন।
Flipkart SuperCoins-এর ফোন রিচার্জ অফার:
ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর দাবি অনুযায়ী, মোবাইল রিচার্জ করার সময়, আপনি যদি SuperCoins-এর ব্যবহার করেন, তাহলে 15 শতাংশ ছাড় পাবেন। তার মানে, আপনি যদি ফ্লিপকার্ট থেকে আপনার ফোনে রিচার্জ করেন, আপনি ছাড় পেয়ে যাবেন।
কীভাবে সুপারকয়েন পাওয়া যাবে?
Flipkart Plus সদস্যরা 100 টাকা খরচ করে 4টি কয়েন পান। একটি অর্ডারে সর্বোচ্চ 100টি সুপারকয়েন পাওয়া যায়। প্রতি 100 টাকা খরচ করে 2টি কয়েন পাওয়া যায়। সর্বোচ্চ 50টি সুপারকয়েন এক অর্ডারে পাওয়া যাবে। SuperCoins শুধুমাত্র Flipkart অ্যাপে পাওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে ফ্লাইট বুকিংয়েও সুপারকয়েন পাওয়া যায়। এছাড়াও আপনি Flipkart অ্যাপে গেম খেলে SuperCoins জেতার সুযোগ পাবেন। যত বেশি কয়েন থাকবে ততই বেশি ছাড় পাবেন। এমনকি আপনার যদি কম টাকার রিচার্জ হয়, তাহলে আপনি তা ফ্রিতেও করে ফেলতে পারবেন। এমনটাই দাবি করেছে Flipkart।
SuperCoins ব্যবহার করবেন কীভাবে?
Flipkart Plus সদস্যরা ফ্লিপকার্ট থেকে জিনিস কেনার সময় সুপারকয়েন দিয়ে সেই টাকা পেমেন্ট করতে পারেন। এর জন্য আপনাকে ‘SuperCoins Price’ ফিল্টার ব্যবহার করতে হবে। সুপারকয়েন জোনেও এক্সক্লুসিভ ডিল পেয়ে যাবেন। এছাড়াও আপনি অ্যাপ থেকে ফ্লাইট বুক করতে SuperCoins ব্যবহার করতে পারেন।