AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

100 টাকায় তৈরি হয়ে যাবে প্যান কার্ড, বাড়িতে ডেলিভারি হবে এক সপ্তাহেই

PAN Card Issue: বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। আর তারপরে আপনার প্যান কার্ড সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তাও আবার সামান্য কিছু খরচে। আজকাল স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে কী হয় না বলুন তো! আপনাকে এমন একটি পদ্ধতি জানানো হবে, যাতে আপনি খুব সহজেই প্যান কার্ড তৈরি করতে পারবেন।

100 টাকায় তৈরি হয়ে যাবে প্যান কার্ড, বাড়িতে ডেলিভারি হবে এক সপ্তাহেই
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 2:39 PM
Share

আজকাল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর আপনি এখনও ভেবে যাচ্ছে, কীভাবে প্যান কার্ড বানাবেন? আর এই প্রশ্ন নিয়ে সময় নষ্ট করতে হবে না। এমনকি সময় বের করে অন্য কোথাও যেতেও হবে না। বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। আর তারপরে আপনার প্যান কার্ড সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তাও আবার সামান্য কিছু খরচে। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমনটাও আবার হয় নাকি! আজকাল স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে কী হয় না বলুন তো! আপনাকে এমন একটি পদ্ধতি জানানো হবে, যাতে আপনি খুব সহজেই প্যান কার্ড তৈরি করতে পারবেন।

কী করতে হবে?

প্যান কার্ড তৈরি করতে আপনাকে NSDL-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। কিন্তু আপনাকে প্রথমে new PAN Card অপশনে যেতে হবে। তারপরে এখান থেকে আপনি পুরানো প্যান কার্ড সংশোধন করতে পারবেন। আপনি যদি একটি নতুন প্যান কার্ড বানাতে চান, তবে আপনাকে নতুন প্যান অপশনটি বেছে নিতে হবে।

এবার একটি ফর্ম খুলবে। এতে আপনাকে আপনার সমস্ত তথ্য লিখতে হবে। নাম, DOB (Date Of Birth) সহ যাবতীয় তথ্য ঠিকভাবে লিখতে হবে। তবে সমস্ত তথ্য দেওয়ার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এখানে আপনাকে মোবাইল নম্বরও লিখতে হবে। কোনও ভুল থাকলে তা আপনার প্যান কার্ডেও দেখা যাবে।

কত টাকা খরচ করতে হবে?

প্যান কার্ড তৈরি করতে 93 টাকা ফি দিতে হবে। এর বাইরে আপনাকে আলাদাভাবে জিএসটি দিতে হবে। যেখানে বিদেশী নাগরিকদের জন্য ফি আলাদা। ফি প্রদানের জন্য আপনাকে ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। সমস্ত ডেটা যাচাই করার পরেই আপনাকে প্যান কার্ড জারি করা হবে।

উল্লেখ্য: মনে রাখবেন ভুল কোনও ওয়েবসাইটে ঢুকবেন না। আজকাল জালিয়াতির অনেক পথ খোলা রেখেছে স্ক্যামাররা। তাই ওয়েবসাইটে নিজের সমস্ত তথ্য দেওয়ার আগে আদৌ আপনি সঠিক ওয়েবসাইটে আছেন কি না, তা যাচাই করে নিন।