AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gmail Emoji Reacts: হোয়াটসঅ্যাপ-ফেসবুকের মতো Gmail-এও এবার প্রতিক্রিয়া জানাতে পারবেন ইমোজি দিয়ে

Gmail New Features: আপনি যে কোনও ইমোজি দিয়ে মেলটিতে রিঅ্যাক্ট করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কয়েকটি বাছাই করা ইমোজিই দেওয়া হবে। ঠিক যেমন অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলিতে রয়েছে।

Gmail Emoji Reacts: হোয়াটসঅ্যাপ-ফেসবুকের মতো Gmail-এও এবার প্রতিক্রিয়া জানাতে পারবেন ইমোজি দিয়ে
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 1:27 PM
Share

Gmail Emoji Feature: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইমোজির ব্য়বহার তো অনেকেই করেন। কেউ কেউ হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য ইমোজি ছাড়া ম্যাসেজই করেন না। তবে এবার এই সুবিধা আপনি পেতে চলেছেন Gmail-এও। এবার আপনার মনে হতে পারে অনেক দিন আগেই এই সুবিধা এসেছিল। Gmail-এ Mail করার সময় আপনি মেল বডিতে গিয়ে ইমোজি ব্যবহার করতে পারতেন। তাহলে এবার নতুন কী এল? এবার আপনি ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করতে পারবেন। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে পারেন।

এক প্রতিবেদন অনুসারে, এই নতুন ফিচারটি শীঘ্রই গুগলের জিমেইলে আনা হতে পারে। যেখানে আপনি যে কোনও ইমোজি দিয়ে মেলটিতে রিঅ্যাক্ট করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কয়েকটি বাছাই করা ইমোজিই দেওয়া হবে। ঠিক যেমন অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলিতে রয়েছে। ছয়টি ইমোজির মধ্যে একটি বেছে নিতে পারবেন।

আপনি কীভাবে এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন?

ঠিক যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে করেন। কোনও কিছু ভাল না লাগলে তার রিঅ্যাক্ট করেন। কোনও কিছু খারাপ লাগলে তার জন্য় কান্নার রিঅ্যাক্ট করেন। এমনকি কিছুতে হাসি পেলে সেটাই ইমোজি দিয়েই বুঝিয়ে দেন। তাও আবার টাইপ না করে। শুধুমাত্র সেই ম্যাসেজটিকে কিছুক্ষণের জন্য ক্লিক করে রাখলেই বিভিন্ন ইমোজি দেখতে পাওয়া যায়। ইমেলের ক্ষেত্রেও ঠিক তেমনভাবেই কাজ করবে বলে মনে করা হচ্ছে।

এই ইমোজি ফিচারটি একেবারেই নতুন নয়। ইতিমধ্যেই যারা Microsoft’s-এর আউটলুক ইমেল ব্যবহার করেন, তারা এই ফিচারটি সম্পর্কে অবগত। তবে এবার Gmail-এও আসতে চলেছে ফিচারটি। তবে একই সঙ্গে Apple এবং Android ইউজারদের জন্য এটি আনা হবে কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের থেকেও জিমেইলের ইমোজি ফিচার বেশি মজাদার ও আকর্ষনীয় হতে পারে।