Facebook New Feature: ফেসবুকে আপনাকে 4 অ্যাকাউন্ট বানাতে দেবে Meta, কীভাবে দেখে নিন

Multiple Personal Profiles Feature: আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই টাইপ কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সব প্রোফাইলের ফিড আলাদা হবে। এগুলি ছাড়াও, আপনি লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন।

Facebook New Feature: ফেসবুকে আপনাকে 4 অ্যাকাউন্ট বানাতে দেবে Meta, কীভাবে দেখে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 12:43 PM

ফেসবুক ব্যবহার করেন? তাহলে আপনার জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছে মেটা। প্রায়ই নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয় কোম্পানিটি। তবে এবার এই আপডেটে মানুষের বেশ সুবিধা হতে চলেছে। কিন্তু তাতে ভুয়ো অ্যাকাউন্টের পরিমাণ বাড়বে কি না, তা সময়ের অপেক্ষা। এবার আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন জেগে গিয়েছে, যে কোন নতুন ফিচারের কথা বলা হচ্ছে। আসলে এবার থেকে একজন ব্যক্তি ফেসবুকে মোট চারটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি ফেসবুকে একাধিক আইডি তৈরি করতে চান, তাহলে এই ফিচারটি আপনার জন্য সেরা। মেটা ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার (Multiple Personal Profiles Feature) চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে চারটি প্রোফাইল তৈরি করতে পারবেন।

আপনি এখনও পাননি?

আপনি যদি এখনও এই আপডেটটি না পেয়ে থাকেন, তবে চিন্তিত হওয়ার দরকার নেই। ধীরে ধীরে আপডেটটি সকল ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হবে। তবে আপনি Google Play Store বা Apple Store থেকে অ্যাপটি আপডেট করতে পারেন। তারপরেও যদি না আসে, তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে।

এই ফিচারের সুবিধা কী?

আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই টাইপ কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সব প্রোফাইলের ফিড আলাদা হবে। এগুলি ছাড়াও, আপনি লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন। তবে যে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড এবং পেমেন্টের মতো ফিচারগুলি অ্যাক্সেস করতে পারবেন না। আগের মতোই সব প্রোফাইলের জন্য মেসেজিং সুবিধা পাওয়া যাবে না। এর মানে হল আপনার চারটে অ্যাকাউন্ট হলেও আপনি একটা প্রোফাইলেই মেসেজিং সুবিধা পাবেন।