AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার Google Maps পেয়ে গেল জনপ্রিয় এই WhatsApp ফিচার, কী সুবিধা?

গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হত। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনও অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিঙ্ক শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি খুবই সুবিধাজনক হতে চলেছে।

এবার Google Maps পেয়ে গেল জনপ্রিয় এই WhatsApp ফিচার, কী সুবিধা?
হোয়াটসঅ্যাপ ফিচার এবার গুগল ম্যাপসে...
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 5:34 PM
Share

Google Maps-এ সম্প্রতি একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই লেটেস্ট গুগল ম্যাপের ফিচার অনেকটাই হোয়াটসঅ্যাপের মতো। হোয়াটসঅ্যাপে আপনি যে ভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেই ভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে আপনার সুবিধা কী? সবথেকে বড় সুবিধা হল গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।

এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হত। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনও অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিঙ্ক শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি খুবই সুবিধাজনক হতে চলেছে।

আপনি চাইলে ফিচারটি যখন খুশি অন করতে পারেন, আবার অফও করতে পারেন। আবার আপনি চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।

কীভাবে এই ফিচার ব্যবহার করবেন

* আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। নিশ্চিত করুন, যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।

* মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

* সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।

* কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।

* কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।

* আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।