AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সহজ এই কৌশলেই WhatsApp কল রেকর্ড করা যায়, শিখে নিন

WhatsApp Call Record: থার্ড পার্টি অ্যাপ কাজে না লাগিয়ে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে প্রথমেই আপনাকে একটা কল করতে হবে। কলটা শুরু করার পরেই আপনার ডিভাইসের স্ক্রিন রেকর্ডিং ফিচারটি অন করুন। অত্যন্ত সহজ এই প্রক্রিয়াটি আপনাকে নিশ্চিত করবে, কোনও অতিরিক্ত সরঞ্জাম বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য না নিয়ে নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড করতে পারবেন।

সহজ এই কৌশলেই WhatsApp কল রেকর্ড করা যায়, শিখে নিন
যে ভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন!
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 9:30 PM
Share

WhatsApp-এর ঝুলিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স। কিন্তু এখনও পর্যন্ত WhatsApp Call Record করার অফিসিয়াল কোনও পদ্ধতি এখনও পর্যন্ত নেই। ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের চাহিদা অনুভূত হয়েছিল অনেক দিন আগেই। ফিচারটি অফিসিয়ালি না এলেও একাধিক এমন কৌশল রয়েছে, যার দ্বারা ঘুরপথে একটা হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যেতে পারে। জানলে অবাক হবেন যে, কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন না। অত্যন্ত সহজ ও সাধারণ সেই পদ্ধতিতে আপনার স্মার্টফোনের স্ক্রিন রেকর্ডিং অপশনটিকে কাজে লাগাতে হবে।

থার্ড পার্টি অ্যাপ কাজে না লাগিয়ে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে প্রথমেই আপনাকে একটা কল করতে হবে। কলটা শুরু করার পরেই আপনার ডিভাইসের স্ক্রিন রেকর্ডিং ফিচারটি অন করুন। অত্যন্ত সহজ এই প্রক্রিয়াটি আপনাকে নিশ্চিত করবে, কোনও অতিরিক্ত সরঞ্জাম বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য না নিয়ে নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড করতে পারবেন।

বিগত কিছু বছরে বিশেষ করে কোভিড অতিমারির পর থেকে দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও ও ভিডিয়ো কলিংয়ের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। টেক্সট মেসেজ পাঠানোর প্ল্যাটফর্ম হিসেবে হাজির হলেও এখন তা মূলত অনেকে অডিও বা ভিডিয়ো কলের জন্য বেশি ব্যবহার করেন। তার উপরে আবার রয়েছে ভয়েস চ্যাটের অপশন, যা জরুরি পরিস্থিতিতেও কলিংয়ের প্রয়োজনীয়তা দূর করে।

হোয়াটসঅ্যাপ নিত্যদিন তার ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার্স নিয়ে আসছে। পাশাপাশি বিদ্যমান বৈশিষ্ট্যগুলিকেও আরও উন্নত করার জন্য নিয়মিত আপডেটের কাজও চালিয়ে যাচ্ছে তারা। প্ল্যাটফর্মটি প্রথমত তার ব্যবহারকারীদের চ্যাটের সুরক্ষা নিশ্চিত করে এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে। সেই সঙ্গেই আবার অত্যাধুনিক ফিচারগুলি দিয়ে ব্যবহারকারীদের সর্বদা আপডেটেডও রাখতে চায় প্ল্যাটফর্মটি।