AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Bill Tips: বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত? মন্ত্রের মতো কাজ করবে এসব উপায়

Reduce Electric Bill: গরম কালে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় যদিও শীতে বেশি খানিকটা কম থাকে। কিন্তু শীতে পাখা না চালিয়েও বিরাট বিল আসছে, তাহলে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চালালেও ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে।

Electric Bill Tips: বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত? মন্ত্রের মতো কাজ করবে এসব উপায়
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 6:55 PM
Share

প্রতিমাসে হোক বা তিনমাসের, বিরাট ইলেকট্রিক বিল দেখার পড়ে মাথায় হাত পড়তে বাধ্য মধ্যবিত্তের। গরম কালে বিদ্যুৎ বিলের পরিমাণ যতটা বেশি আসে, সেই তুলনায় যদিও শীতে বেশি খানিকটা কম থাকে। কিন্তু শীতে পাখা না চালিয়েও বিরাট বিল আসছে, তাহলে আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি এসি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চালালেও ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে।

সিএফএল বাল্ব:

সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি বা পাওয়ারের বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কম হবে। আপনার মনে হতেই পারে, তাহলে কী ভাল আলো হবে না? একেবারেই তা নয়, কম পাওয়ারের আলো আপনার ঘরকে ভালরকম আলো করে রাখবে। আপনি CFL বা LED লাইট ব্যবহার করে প্রায় 70% বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।

ফ্রিজার ডিফ্রস্ট রাখুন:

যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, তবে এই বরফের কারণে ফ্রিজের ঠান্ডা হওয়াক ক্ষমতা কমে যায় এবং এটি বেশি বিদ্যুৎ খরচ করে। তাই, সবসময় ফ্রিজকে ডিফ্রোস্ট করে রাখুন এবং গরম খাবারকে একটু ঠাণ্ডা হওয়ার পরই ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল কম খরচ হবে।

অপ্রয়োজনে বন্ধ রাখুন:

টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার পরে, অবশ্যই তাদের পাওয়ার সুইচটি বন্ধ করুন। যদি মনে করেন, টিভি দেখা হয়ে গিয়েছে। আর তা আপনি রিমোট দিয়ে বন্ধ করে রেখেছেন। তাহলে সেই অভ্যাস পাল্টে নিন। কারণ আপনার মনে হতে পারে যে, আপনি রিমোট দিয়ে টিভিটি বন্ধ করেছেন। কিন্তু আদতে তা পুরোপুরি বন্ধ হয় না। ফলে বিদ্যুৎ খরচ করে।

এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন:

আপনি যদি এসি চালান তবে বাড়ির সমস্ত জানালা, দরজা, স্কাইলাইট ইত্যাদি সঠিকভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করুন। এসির পরিবর্তে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন।