AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ceiling Fan Tips: গরম পড়তেই সিলিং ফ্যানের স্পিড হচ্ছে স্লো, মাত্র 70 টাকা খরচ করলেই আবার ঠান্ডা হাওয়া!

Increase Ceiling Fan Speed: এমন অনেক মানুষ আছেন যারা এই গরমে কুলার বা এসি কিনতে পারছেন না, তারা ফ্যান দিয়েই কাজ চালাচ্ছেন। তাদের কাছে এই সমস্যার সমাধান খোঁজা ছাড়া আর কোনও উপায় নেই।

Ceiling Fan Tips: গরম পড়তেই সিলিং ফ্যানের স্পিড হচ্ছে স্লো, মাত্র 70 টাকা খরচ করলেই আবার ঠান্ডা হাওয়া!
| Edited By: | Updated on: May 13, 2023 | 11:25 AM
Share

Ceiling Fan Speed Tips: ফ্যান ছাড়া বর্তমানে কল্পনাও করা যাচ্ছে না। যত জোরেই চলুক না কেন, প্রতি মুহূর্তে মনে হচ্ছে ফ্যান থেকে হাওয়াই বেরচ্ছে না। যদিও এটি একটি বড় সমস্যা। কিন্তু তার জন্য টাকা খরচা করার কোনও প্রয়োজন নেই। পাখা ছোট হোক বা বড়, সবেতেই এমন সমস্যা দেখা যায়। শুধু যে গরম কালেই এমনটা হয়, তা নয়। বরং অনেক সময়েই এমন সমস্যায় পড়েন বহু মানুষ। এমন অনেক মানুষ আছেন যারা এই গরমে কুলার বা এসি কিনতে পারছেন না, তারা ফ্যান দিয়েই কাজ চালাচ্ছেন। তাদের কাছে এই সমস্যার সমাধান খোঁজা ছাড়া আর কোনও উপায় নেই। আপনার বাড়িতেও যদি এমন সমস্যা হয়, তাহলে এখানে তার থেকে মুক্তির উপায় পেয়ে যাবেন। এই সব উপায় মেনে চললেই আপনার ঘরের ফ্যানের স্পিড অনেকটাই বেড়ে যাবে।

ফ্যানের ব্লেড পরিষ্কার করুন:

ফ্যানের ব্লেড পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় এই ছোট্ট কাজটি করেন না বলে, আপনাকে ফ্যানের হাওয়া কমে যায়। পরিষ্কার করার আগে ফ্যানের সুইচ অফ করতে ভুলবেন না। ফ্যানের সুইচ অফ করার পর, ফ্যানের ব্লেডগুলি প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে এবং তারপর একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। সব সময় মনে রাখবেন, প্রথমে ভেজা কাপড় ব্যবহার করলে সব ধুলো ফ্যানের ব্লেডে লেগে যাবে, আর ফ্যান ঠিকমতো পরিষ্কার করতে পারবেন না।

ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করুন:

সাধারণত অনেকেই ফ্যানের ব্লেড পরিষ্কার করেন। যদি আপনার ফ্যানের স্পিড অত্যাধিক হারে কমে যায়, তাহলে সমস্যাটি ক্যাপাসিটারের। এর জন্য আপনাকে ক্যাপাসিটর পাল্টে ফেলতে হবে। সাধারণত ক্যাপাসিটরটি কিনতে আপনাকে 70-80 টাকা খরচ করতে হবে। তবে এর একটাই সমস্যা, তা হল আপনি এটিকে নিজে পাল্টাতে পারবেন না। তার জন্য অভিজ্ঞ কাউকে বাড়িতে ডেকে নিয়ে পাল্টে দিতে বলুন। যদিও ক্যাপাসিটর পরিবর্তন করা তেমন কঠিন কিছু নয়। আপনি নিজেও এটি পরিবর্তন করতে পারেন। পুরনোটি বের করার সময় দেখে নিন যে, সেটি কেমন অবস্থায় ছিল। তারপরেই নতুনটি সেখানে লাগিয়ে দিন। ব্যাস, তাহলেই আপনার কাজ শেষ।