AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক চুটকিতে জল গরম! ওয়াটার হিটার রডের বিপদ কম নয়, এড়ানোর উপায়?

Water Heater Rod Tips: ওয়াটার হিটার রডগুলি অনেক দিনের জন্য ব্যবহার করতে পারবেন। সাধারণত, কোনও সমস্যা ছাড়াই 5 বছর চলে যায়। তবে 2 বছরের পুরনো ওয়াটার হিটার রড ব্যবহার করলে অনেক বিপদ ঘটতে পারে। এর ফলে বৈদ্যুতিক শকও লাগতে পারে। তাই এই ধরনের রড ভুলভাবে ব্যবহার করা উচিত নয়।

এক চুটকিতে জল গরম! ওয়াটার হিটার রডের বিপদ কম নয়, এড়ানোর উপায়?
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 12:16 PM
Share

হাতে গোনা আর একটা দু’টো মাস। তারপরেই শীতের দেখা পাওয়া যাবে। আর অনেকেই শীতে গরম জল ছাড়া চিন্তাই করতে পারেন না। স্নান করা হোক বা মুখ ধোয়া, গরম জলের দরকার পড়েই। আর গিজ়ারের দাম বেশি হওয়ায় সবার পক্ষে তা কেনা সম্ভবও হয় না। যদিও আরও একটি ব্যবস্থা আছে। তা হল গ্যাসে জল গরম করে নেওয়া। কিন্তু বার বার কী আর তা সম্ভব হয়? গ্যাসের দামও যে খুব একটা কম, তা নয়। তবে উপায় কী? আপনি একটি ওয়াটার হিটার রড কিনতে পারেন। ইতিমধ্যেই অনেকে এর ব্যবহার জানেন হয়তো। কিন্তু অনেকের কাছেই এটা নতুন একটি যন্ত্র। এবার আপনার মনে হতে পারে, আপনি তো জানেন এটি কীভাবে ব্যবহার করে? কিন্তু আপনি কি আদৌ সঠিকভাবে ব্যবহাব করতে জানেন? নাকি প্রায় প্রতিদিন এমন কিছু ভুল করে বসেন, যার জন্য আপনাকে বড় বিপদে পড়তে হতে পারে।

এতে কী ধরনের বিপদ ঘটে?

আপনি যদি এটি ঠিক করে ব্যবহার করতে না পারেন, তাহলে এটি যখন তখন গরম হয়ে ফেটে যেতে পারে। আর তাতে বড় বিপদ ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে। জলের ডুবে থাকাকালীন কোনও রকম সমস্যা হলেই চারিদিকে কারেন্ট ছড়িয়ে পড়তে পারে। তাই আপনার উচিত এটিকে ঠিকভাবে ব্যবহার করা। চলুন জেনে নেওয়া যাক জল গরম করার সময় ওয়াটার হিটার রড ব্যবহার করলে কী কী করা উচিত নয়।

সঠিক উপায় জেনে নিন:

  • ওয়াটার হিটার রডগুলি অনেক দিনের জন্য ব্যবহার করতে পারবেন। সাধারণত, কোনও সমস্যা ছাড়াই 5 বছর চলে যায়। তবে 2 বছরের পুরনো ওয়াটার হিটার রড ব্যবহার করলে অনেক বিপদ ঘটতে পারে। এর ফলে বৈদ্যুতিক শকও লাগতে পারে। তাই এই ধরনের রড ভুলভাবে ব্যবহার করা উচিত নয়।
  • বালতিতে রাখার পরই রডটি চালু করতে হবে। প্রথমে চালু করলে বৈদ্যুতিক শক ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
  • সময়ে সময়ে ওয়াটার হিটারের রড পরিষ্কার করতে থাকুন। জলে রেখে দিলে রড নষ্ট হতে থাকে। ময়লা জমে থাকার কারণে জলও দেরিতে গরম হয়। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পরিষ্কার করা উচিত। আর গরম করা হয়ে গেলে তা জল থেকে তুলে রাখুন। কোনওভাবেই বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখবেন না।
  • লোহার বালতিতে বৈদ্যুতিক রড ব্যবহার করা উচিত নয়। এতে বিদ্যুৎ লাগার ঝুঁকি বাড়ে। তাই প্লাস্টিকের বালতি ব্যবহার করাই ভাল।