WhatsApp Channel কী? আপনি ব্যবহারই বা করবেন কীভাবে?
WhatsApp Channels In India: চ্যানেলগুলির মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ চাইছে একটা প্রাইভেট ব্রডকাস্ট সার্ভিস ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা। অর্থাৎ টিভিতে আপনি যেমন চ্যানেল দেখেন ব্যাপারটা কিছুটা সেরকমই। কিন্তু তা অত্যন্ত গোপনীয় এবং হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ।
WhatsApp Channel Details: বিশ্বের 150টি দেশে WhatsApp Channel লঞ্চ করল Meta, যে তালিকায় ভারতও রয়েছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা ব্যক্তিগত ভাবে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। মেটা সিইও মার্ক জ়াকারবার্গ এদিন এই ঘোষণা করেন। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, WhatsApp Channelগুলি চ্যাটের থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে। সব থেকে ভাল দিকটা হল, আপনি কাকে ফলো করতে চান, তা অন্য ফলোয়াররা দেখতে পাবেন না। এছাড়াও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি দাবি করছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যামেল অ্যাডমিন এবং ফলোয়ার উভয়েরই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে।
চ্যানেলের মধ্যে দিয়ে কী করতে চাইছে WhatsApp?
চ্যানেলগুলির মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ চাইছে একটা প্রাইভেট ব্রডকাস্ট সার্ভিস ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা। অর্থাৎ টিভিতে আপনি যেমন চ্যানেল দেখেন ব্যাপারটা কিছুটা সেরকমই। কিন্তু তা অত্যন্ত গোপনীয় এবং হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ। ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, বিজয় দেবেরাকোন্ডা, দিলজিৎ দোসাঞ্জ, নেহা কক্কর এবং আরও অনেকের মতো সেলিব্রিটিরা ইতিমধ্যেই তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছেন।
এ বিষয়ে মার্ক জ়াকারবার্গ বলছেন, “আপনাদের সকলকে WhatsApp Channel-এর সঙ্গে পরিচয় করাতে পেরে আমি খুবই উত্তেজিত। কোনও এক ব্যক্তি বা সংস্থার থেকে বিভিন্ন আপডেট পেতে তাদের ফলো করার অত্যন্ত গোপনীয় এবং ব্যক্তিগত উপায় হল একটা চ্যানেল। আমি এই চ্যানেলটি শুরু করেছি, মেটা নিউজ় এবং আপডেট শেয়ার করার জন্য। এর মাধ্যমে সারা বিশ্ব আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে।”
WhatsApp Channels: কীভাবে ব্যবহার করবেন?
হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলি আপনি দেখতে পাবেন ‘আপডেট’ নামক একটি নতুন ট্যাবে। এখানেই ইউজ়াররা সেই সব চ্যানেল এবং তাদের স্টেটাল দেখতে পাবেন, যাদের তাঁরা ফলো করেন বা ফলো করতে চান। হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারের পদ্ধতিটা শিখে নিন –
1) প্রথমেই আপনাকে WhatsApp অ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করে নিতে হবে। ফিচারটি এর মধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ চলে এসেছে।
2) হোয়াটসঅ্যাপ খুলতে হবে। স্ক্রিনের ঠিক উপরের দিকে ‘Updates’ ট্যাবটি দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই দেখতে পাবেন একাধিক চ্যানেলের তালিকা, যেগুলি আপনি ফলো করতে চান।
3) একটা চ্যানেল ফলো করতে গেলে আপনাকে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা আপনি চ্যানেলের নামের পাশেই দেখতে পাবেন।
4) প্রোফাইলটি দেখতে চাইলেও এই চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে।
5) চ্যানেলের যে কোনও আপডেটে আপনি রিঅ্যাক্ট করতে পারেন। তার জন্য একটা মেসেজ প্রেস করে হোল্ড করতে হবে।
WhatsApp Channels: জরুরি আপডেট
1) এনহ্যান্সড ডিরেক্টরি – আপনি যে কোনও খুঁজে নিতে পারবেন, যেগুলি আপনার দেশের এবং অটোমেটিক্যালি ফিল্টার করা হবে। তার পাশাপাশি আপনি সেই সব চ্যানেলও ফলো করতে পারবেন, যেগুলি অধিক সক্রিয় এবং বেশি ফলোয়ারের ভিত্তিতে জনপ্রিয়ও বটে।
2) রিঅ্যাকশনস – বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আপডেটে ইমোজি রিঅ্যাক্ট করে নিজের ফিডব্যাক জানাতে পারবেন। তবে আপনার সেই রিঅ্যাকশন অন্যদের কাছে দৃশ্যমান হবে না।
3) এডিটিং – একটা চ্যানেলের অ্যাডমিন তার আপডেটের পরিবর্তন করতে পারবেন 30 দিন পর্যন্ত। তারপরে তা অটোমেটিক্যালি সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে।
4) ফরোওয়ার্ডিং – আপনি যখনই কোনও আপডেট ফরোয়ার্ড করবেন কোনও চ্যাট বা গ্রুপে, সেই চ্যানেলের একটা লিঙ্কও তাতে থাকবে, যাতে ব্যবহারকারীরা সেই বিষয় ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।