Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ জরুরি আপডেট, শিডিউল করতে পারবেন গ্রুপ কল; দেখে নিন গোটা প্রক্রিয়া

WhatsApp Group Call Scheduled Feature: আগে থেকেই আপনি সেই গ্রুপে কলের সময় ঠিক করে রেখে, সেই সময় অনুযায়ী কলটি হোস্ট করতে পারবেন। অর্থাৎ Google Meet-এ যেমন হয়, তেমনভাবেই এই ফিচার কাজ করবে।

WhatsApp-এ জরুরি আপডেট, শিডিউল করতে পারবেন গ্রুপ কল; দেখে নিন গোটা প্রক্রিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:58 PM

হোয়াটসঅ্যাপ ক্রমাগত তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার এনে হাজির করছে। কয়েকদিন আগেই ভিডিয়ো মেসেজ ফিচার এনেছে। এবার এমন একটি ফিচার এনে হাজির করতে চলেছে, যা হোয়াটসঅ্যাপের যে কোনও কাজকে সহজ করে দেবে। এই ফিচারটি iOS এবং Android ব্যবহারকারীদের জন্য আসছে বলে জানিয়েছে কোম্পানিটি। এতে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনও গ্রুপ কল সিডিউল করতে পারবেন।

আগে থেকেই আপনি সেই গ্রুপে কলের সময় ঠিক করে রেখে, সেই সময় অনুযায়ী কলটি হোস্ট করতে পারবেন। অর্থাৎ Google Meet-এ যেমন হয়, তেমনভাবেই এই ফিচার কাজ করবে। সর্বশেষ আপডেটটি 2.23.17.7 সংস্করণে পরীক্ষার জন্য প্রকাশ করা হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামের সদস্যরা এটি ব্যবহার করতে পারেন। এই আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল গ্রুপ চ্যাটে কল শিডিউল করায় সেই সময় মতোই আপনার কাছে নোটিফিকেশন আসবে।

গ্রুপ কল ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা তাদের গ্রুপের মধ্যে কল শুরু করতে পারে এবং কলের বিষয়, তারিখ এবং প্রকার (ভিডিয়ো বা অডিও) সেট করতে পারে। গ্রুপ চ্যাটে একটি ইভেন্ট নিজে থেকেই তৈরি হবে। শুধু তাই নয়, নির্ধারিত কল সময়ের 15 মিনিট আগেই অবহিত করা হবে। অর্থাৎ যাতে তারা তৈরি থাকতে পারে সেই মিটিংটির জন্য। এই ফিচারটি বর্তমানে বিটা পরীক্ষকদের জন্য আনা হয়েছে। অর্থাৎ যারা গুগল প্লে স্টোরের মাধ্যমে সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ইনস্টল করেছেন তাদের জন্য। এটা ছাড়াও কোম্পানী এটি সবার জন্য রোল আউট করবে। অ্যাপটিতে একটি মাল্টি-অ্যাকাউন্ট অপশনও চালু করা হবে, যাতে একটি অ্যাপেই অনেকগুলি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।