Most Used App: ফোনে সারাদিনে 50 বারেরও বেশি খোলা হয় এই অ্যাপ, কারণ কী জানেন?

Popular Mobile App: নতুন গবেষণা বলছে, প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে একটি অ্যাপ রয়েছে, যা দিনে 50 বারের বেশি খোলা হয়। ভাবছেন তো, এমনকি অ্যাপ যা নিয়ে মানুষ সারাদিন এত ব্যস্ত থাকে? ডিজিটাল ওয়েল বিং ও প্যারেন্টাল কন্ট্রোল সেটিং-এ, একটি অ্যাপ কতবার খোলা হয়েছে সেই সংখ্যা দেখা যায়। এই তথ্যটি আপনাকে অবাক করে দিতে পারে।

Most Used App: ফোনে সারাদিনে 50 বারেরও বেশি খোলা হয় এই অ্যাপ, কারণ কী জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 12:04 PM

সকাল বেলা ঘুম ভাঙতেই প্রথমে কোন অ্যাপটিতে ক্লিক করেন বলুন তো? কোনও সোশ্যাল মিডিয়া অ্যাপ? নতুন গবেষণা বলছে, প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে একটি অ্যাপ রয়েছে, যা দিনে 50 বারের বেশি খোলা হয়। ভাবছেন তো, এমনকি অ্যাপ যা নিয়ে মানুষ সারাদিন এত ব্যস্ত থাকে? আসলে, এখানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কথা বলা হচ্ছে । প্রতি সেকেন্ড স্মার্টফোন ব্যবহারকারী তার ফোনে WhatsApp ব্যবহার করেন। ব্যবহারকারীর বেশির ভাগ সময়ই কাটে এই চ্যাটিং অ্যাপে। অর্থাৎ আপনি দিনে 50 বারের বেশি এই অ্যাপটি খোলেন, আর চেক করেন।

এর ব্যবহার এত বেশি কেন?

এক রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীরা বারবার এই অ্যাপটি খোলে, কারণ এই অ্যাপটিতে সব সময় গুরুত্বপূর্ণ মেসেজ আসে। কোনও গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয়, তার জন্যই ফোনে বারবার WhatsApp খোলা হয়। আর কখনও কখনও 50 বারের বেশিও এই অ্যাপটি একজন ব্যবহারকারী সারাদিনে খুলে থাকেন।

আপনি দিনে কতবার হোয়াটসঅ্যাপ খুলেছেন?

ফোনের একটি বিশেষ সেটিং দিয়ে আপনি সারা দিনে কতবার হোয়াটসঅ্যাপ খুললেন সে সম্পর্কে জানতে পারবেন। ডিজিটাল ওয়েল বিং (Digital well-being) এবং প্যারেন্টাল কন্ট্রোল সেটিং (parental controls setting) বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। এই সেটিং-এ আপনি WhatsApp দিনে কতবার খুলেছেন, সেই তথ্য পেয়ে যাবেন।

ডিজিটাল ওয়েল বিং ও প্যারেন্টাল কন্ট্রোল সেটিং-এ, একটি অ্যাপ কতবার খোলা হয়েছে সেই সংখ্যা দেখা যায়। এই তথ্যটি আপনাকে অবাক করে দিতে পারে, কারণ প্রতি সেকেন্ড ব্যবহারকারী 50 থেকে 80 বার WhatsApp ব্যবহার করছেন। কিছু ব্যবহারকারীর ফোনে এই সংখ্যা 100-এর উপরে হতে পারে।

কীভাবে এই তথ্য পাবেন?

  • প্রথমে আপনাকে ফোনের সেটিংসে (Settings) যেতে হবে।
  • এখন নিচে স্ক্রোল করুন এবং Digital well-being & parental controls-এ ক্লিক করুন।
  • এখন আপনাকে Unlocks-এ ক্লিক করতে হবে।
  • এখানে আপনি বিভিন্ন অ্যাপের তালিকায় হোয়াটসঅ্যাপকেও দেখতে পাবেন।
  • আপনি WhatsApp-এর ঠিক নিচে Opened-times অপশনটি দেখতে পাবেন। আর সেই অপশনে ক্লিক করলেই আপনি জেনে যেতে পারবেন। তবে এই অপশন আপনি সব ফোনে নাও পেতে পারেন।