Online Scam: প্রতারকদের হাতে কীভাবে চলে যায় আপনার নাম, নম্বর আর যাবতীয় তথ্য?
Social Scam: স্ক্যামাররা আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য সমস্ত বিবরণ জেনে যায়। আর এই বিবরণের ভিত্তিতে, প্রতারকরা নানাভাবে প্রতারণা করে। কিন্তু কখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে, স্ক্যামাররা আপনার ডেটা কোথায় পায়? চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।
অনলাইনে প্রতারণার ঘটনা দিন দিন যে বেড়েই চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কখনও কখনও প্রতারকরা সেক্সটর্শনের মাধ্যমে মানুষকে টার্গেট করে, কখনও কখনও বাড়ি থেকেই এসব কাজ করে এবং অন্যান্য পদ্ধতিতেও তারা মানুষকে ঠকায়। এমন কিছু স্ক্যাম রয়েছে, যাতে প্রতারকদের কাছে আপনার প্রচুর ডেটা পৌছে যায়। আর তারপরেই হয় আসল বিপদ। স্ক্যামাররা আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য সমস্ত বিবরণ জেনে যায়। আর এই বিবরণের ভিত্তিতে, প্রতারকরা নানাভাবে প্রতারণা করে। কিন্তু কখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে, স্ক্যামাররা আপনার ডেটা কোথায় পায়? চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।
আপনিই দিয়ে দেন না তো?
প্রথমেই জেনে নিন, আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে স্ক্যামাররা। এছাড়াও এই ডেটা যে কোনও প্ল্যাটফর্ম থেকে ফাঁস হতে পারে। আর সেই সব ডেটার মধ্যে রয়েছে আপনার ফোন নম্বর, আধার কার্ড নম্বর, ঠিকানা এবং অন্যান্য বিবরণ। এই বিবরণের উপর ভিত্তি করে, স্ক্যামাররা আপনাকে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেয়। আপনি হয়তো বাড়িতে বসে টিভি দেখছেন এবং কেউ আপনাকে ফোন করে বলেছে যে, আপনাকে ব্য়াঙ্ক থেকে ফোন করা হয়েছে। আপনার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে। ফলে নির্দিষ্ট কিছু তথ্য শেয়ার করুন। এবার ফোনে আপনার থেকে ব্যাঙ্কের সমস্ত বিবরণ চাওয়া হবে। এই প্রতারনায় ভুলেও কখনও পা দেবেন না। কারণ ব্যঙ্ক থেকে এভাবে কখনও ফোন করা হয় না। আর হলেও আপনার থেকে কোনওভাবে ব্যক্তিগত তথ্য চাইবে না।
এত সঠিক তথ্য কোথা থেকে পায়?
1) আপনি যে সব অ্যাপে নিজের ডেটা দিয়ে রেজিস্টার করেন, মেল আইডি দিয়ে লগ ইন করেন, সেই সব অ্যাপ আর সাইটগুলিকে স্ক্যামাররা প্রথমে হ্যাক করে, তারপরে সেই সব তথ্য তারা চুরি করে নেয়। ফলে যখনই কোনও প্রতারক আপনাকে ফোন করে, তখন বুঝে যাবেন সে সব কিছু জেনেই আপনাকে ফোন করছে।
2) আর বিভিন্ন অজানা ওয়েবসাইট আপনি আপনার ফোন থেকে খোলেন। তখনই সেই সব ওয়েবসাইটে আপনার বিভিন্ন তথ্য থেকে যায়। ফলে তারা চুরি করে নেয় খুব সহজেই। এছাড়াও ব্যবহারকারীদের বিশদ বিবরণ পেতে, স্ক্যামাররা প্রায়শই একজন ব্যাঙ্ক কর্মচারী বা অন্য কোনও পরিষেবার কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে কল করে।
3) যেহেতু আপনি আপনার সমস্ত ফটো এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন। এই ফটো এবং ভিডিয়োগুলির সাহায্যে, স্ক্যামাররা আপনার সমস্ত বিবরণ চুরি করে নেয়। ঠিক যেমন আপনার জন্মদিন কখন, আপনার বয়স কত এবং আপনি কোথায় থাকেন। এই ধরনের সমস্ত বিবরণের সাহায্যে তারা আপনাকে ফোন করে।