AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI ATM: ডেবিট কার্ড ছাড়াই ATM-এ চলে এসেছেন? এই উপায়ে নিশ্চিন্তে তুলে নিন টাকা

ATM Tips: আপনি ATM কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। শুনেই চমকে গেলেন তো? এমনটা আদতেই সম্ভব। আপনি QR কোড স্ক্যান করে এটিএম থেকে নগদ বা ক্যাশ তুলতে পারবেন, তবে এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক।

UPI ATM: ডেবিট কার্ড ছাড়াই ATM-এ চলে এসেছেন? এই উপায়ে নিশ্চিন্তে তুলে নিন টাকা
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 8:45 AM
Share

দরকারে মানি ব্যাগ খুলে দেখলেন আপনার কাছে একটুও ক্যাশ নেই। অথচ UPI দিয়েও কাজ চালাতে পারবেন না। তখন আপনার ক্যাশই প্রয়োজন। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ATM-এ গেলেন। কিন্তু গিয়ে দেখলেন, একি ব্যাগে তো ATM কার্ডটাই নেই। ব্যাস, উপায় কী? বর্তমানে স্মার্টফোনে হয় না, এমন কোনও কাজ নেই। তাই আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি ATM কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। শুনেই চমকে গেলেন তো? এমনটা আদতেই সম্ভব। আপনি QR কোড স্ক্যান করে এটিএম থেকে নগদ বা ক্যাশ তুলতে পারবেন, তবে এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক।

এই পাঁচটি ধাপ মেনে চলুন-

UPI অ্যাপ্লিকেশনে নিবন্ধিত যে কোনও ব্যক্তি UPI-ATM ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনাকে এটিএম-এ যেতে হবে এবং UPI কার্ডলেস ক্যাশ/কিউআর ক্যাশ অপশনে ট্যাপ করতে হবে।

এর পরে, আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন।

পরিমাণটি সেখানে লেখার পরে, মেশিনটিতে আপনার সামনে একটি QR কোড দেখা যাবে। এর পরে আপনি আপনার ফোনে (Paytm, PhonePe, GooglePay ইত্যাদি) যে কোনও UPI অ্যাপের মাধ্যমে QR কোড স্ক্যান করতে পারেন।

QR কোড স্ক্যান করুন এবং UPI পিন লিখুন, পেমেন্ট করার পরে, আপনি এটিএম থেকে নগদ বা ক্যাশ তুলতে পারবেন।

কত টাকা তোলা যাবে?

আপনি UPI এর মাধ্যমে ATM থেকে মাত্র 10,000 টাকা তুলতে পারবেন। ইউপিআই পেমেন্টের সাহায্যে যদি আপনি ATM থেকে টাকা তুলতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই একটি ফোন থাকতে হবে যার মাধ্যমে আপনি UPI পেমেন্ট করতে পারবেন। তাহলেই আর ATM কার্ডের প্রয়োজন পড়বে না। তাই যদি কখনও দেখেন যে কার্ড আনতে ভুলে গিয়েছেন, এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন।