X আর ফ্রি নয়! পোস্ট-কমেন্ট-লাইক, এবার সবকিছুর জন্যই লাগবে টাকা
X New Subscription Model: নতুন সাবস্ক্রিপশন মডেলে প্রতি বছরে ব্যবহারকারীদের 1 মার্কিন ডলার বা প্রায় 84 টাকা খরচ করতে হবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কনটেন্ট পোস্ট করা থেকে শুরু করে রিপ্লাই করা, লাইক, রিপোস্ট ইত্যাদি সবকিছুর জন্যই এক্স ব্যবহারকারীদের বছরে এই পরিমাণ টাকা খরচ করতে হবে।

X বা টুইটার আর ফ্রি থাকছে না। হ্যাঁ, ইলন মাস্কের X প্ল্যাটফর্মের জন্য এবার থেকে ব্যবহারকারীদের বছরে একটা বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি আর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন না। X-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন সাবস্ক্রিপশন মডেলে প্রতি বছরে ব্যবহারকারীদের 1 মার্কিন ডলার বা প্রায় 84 টাকা খরচ করতে হবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কনটেন্ট পোস্ট করা থেকে শুরু করে রিপ্লাই করা, লাইক, রিপোস্ট ইত্যাদি সবকিছুর জন্যই এক্স ব্যবহারকারীদের বছরে এই পরিমাণ টাকা খরচ করতে হবে।
নতুন সাবস্ক্রিপশন মডেলটিকে বলা হচ্ছে ‘নট আ বট’ (Not A Bot)। মূলত, বিভিন্ন বটের সঙ্গে লড়াই করা এবং সর্বোপরি স্প্যামারদের প্ল্যাটফর্ম থেকে সরাতেই এই সাবস্ক্রিপশন মডেল চালু করছে টুইটার বা X।
X প্রিমিয়াম
এই মুহূর্তে X-এর ঝুলিতে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল রয়েছে। সেই ‘X Premium’ সাবস্ক্রিপশন মডেলের জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হয়। এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আপনার অ্যাকাউন্টে একটি ব্লু চেকমার্ক বা ব্লু টিক দেওয়া হয়। এর ফলে আপনি এমনই কিছু পরিষেবা ব্যবহার করতে পারেন, যা সাধারণ অ্যাকাউন্ট থেকে সম্ভব হয় না। তার মধ্যে অন্যতম হল, একটা পোস্ট এডিট করা।
এই মুহূর্তে ভারতে Twitter Blue সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে 900 টাকা। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই এই একই খরচ। অন্য দিকে ওয়েবের জন্য প্রতি মাসে 650 টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের। সে ক্ষেত্রে ক্রেতারা চাইলে ওয়েবের জন্য বছরে 6,800 টাকা খরচ করতে পারেন। অন্য দিকে Android ও iOS প্ল্যাটফর্ম থেকে X ব্যবহারে বছরে 9,400 টাকা খরচ করতে হয়।
X-এ ভুয়ো কনটেন্ট
মার্কিন সেনেটর মাইকেল বেনেট এর আগে তথ্য চেয়েছিলেন কীভাবে মেটা, এক্স, টিকটক এবং গুগলের মতো টেক জায়ান্টগুলি তাদের প্ল্যাটফর্মে ইজ়রায়েল-হামাস দ্বন্দ্ব সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া বন্ধ করার চেষ্টা করছে। কোম্পানিগুলির প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে এই ডেমোক্র্যাটের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রতারণামূলক বিষয়বস্তু সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ছড়িয়ে পড়ছে।”
গত 7 অক্টোবর হামাস জঙ্গিরা ইজ়রায়েলি বেসামরিক নাগরিকদের উপর হামলা করার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে পড়ছে। তার মধ্যে রয়েছে পুরনো দ্বন্দ্ব থেকে শুরু করে ভিডিয়ো গেমের ফুটেজ পর্যন্ত। বেনেট বলেছেন, “অনেক সময় আপনার প্ল্যাটফর্মের অ্যালগরিদমগুলি এমনই ভিডিয়ো ছড়িয়ে দিচ্ছে, যা একটা বড় অংশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।”
