Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Android Smartphone Tips: জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে উইশ করতে ভুলে যান? কাজে লাগান ফোনের এই অপশন

Google Features: আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি খুব সহজেই দিনের দিন উইশ করে দিতে পারবেন। এমনকি উপহার এনে সারপ্রাইজ়ও দিতে পারবেন আপনার সঙ্গী বা বন্ধুকে।

Android Smartphone Tips: জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে উইশ করতে ভুলে যান? কাজে লাগান ফোনের এই অপশন
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 10:31 AM

Google Tips: এমন অনেক মানুষই আছেন, যারা নির্দিষ্ট কোনও দিন মনে রাখতে পারেন না। কখনও জন্মদিন ভুলে যান, আবার কখনও বন্ধুদের জন্মদিন। আসল বিপদ তো তখনই হয়, যখন প্রেমিক-প্রেমিকার জন্মদিন বা বিবাহ বার্ষিকী ভুলে যান। ব্যাস! আর তাতেই আনন্দ করার বদলে রাগ ভাঙাতেই কেটে যায় গোটা দিনটা। আপনিও কি সেই তালিকায় পড়েন? আপনি কি আপনার বন্ধু বা অফিসের সহকর্মী বা আত্মীয়দের জন্মদিন ভুলে যান? তবে এবার আর সেই সমস্যায় পড়বেন না। আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি খুব সহজেই দিনের দিন উইশ করে দিতে পারবেন। এমনকি উপহার এনে সারপ্রাইজ়ও দিতে পারবেন আপনার সঙ্গী বা বন্ধুকে। আর সেই সব উপায় আছে আপনারই ফোনে। কিন্তু এতদিন সেই সব আপনার অজানা ছিল। চলুন জেনে নেওয়া যাক।

Google একটি নতুন ফিচার এনে হাজির করেছে। নতুন বললে ভুল বলা হবে। বলা যেতে পারে এমন ফিচার আগে থেকেই ছিল। শুধু আপগ্রেড করেছে। ফিচারে ‘Add Birthday’ নামে একটি অপশন যোগ করেছে। সেই অপশনটি আপনি পেয়ে যাবেন Contact-এ। আপনাকে যা করতে হবে তা হল, Google Contacts-এ গিয়ে Add birthday অপশনে ক্লিক করুন। এবার যার জন্মদিনের তারিখ সেভ করতে চান, তার তারিখটি লিখুন। এতে ঠিক সেই দিন মতো Google আপনাকে মনে করাবে যে, আজকে কার জন্মদিন। এটিকে আপনি শুধুই জন্মদিন ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এতে বিবাহ বার্ষিকীর তারিখও যোগ করে রাখতে পারেন। ফলে সেই তারিখেই Google আপনার ফোনে নোটিফাকেশন দিতে থাকবে। এতে আপনি সহজেই জেনে যেতে পারবেন। আর সময়মতো আপনার প্রিয়জনকে শুভেচ্ছাও জানাতে পারবেন। তাহলে এবার বুঝতেই পারছেন, আপনার হয়ে Google যে কোনও বিশেষ দিনকে মনে রাখার দায়িত্ব নিয়ে নিয়েছে।

এছাড়াও বহু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড 14-এর জন্য অপেক্ষা করছেন। নতুন ওএস অনেক আকর্ষণীয় আপডেট দেখা যাবে বলে আসা করা হচ্ছে। বর্তমানে এর বিটা ভার্সনও কিছু মানুষ ব্যবহার করতে পারছেন। চলতি বছরের আগস্ট মাসে সবার জন্য রোল আউট করা যেতে পারে বলা মনে করা হচ্ছে।