AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

​​iQoo Neo 9 Pro লঞ্চ হতেই অর্ডারের হুড়োহুড়ি, গেমিংয়ের জন্য ফোনে সেরা সেরা ফিচার

iQoo Neo 9 Pro Price: ফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS 14-এ কাজ করে। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সাপোর্ট। iQoo Neo 9 Pro-তে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট। এতে Sony IMX920 সেন্সর সাপোর্ট দেওয়া হয়েছে।

​​iQoo Neo 9 Pro লঞ্চ হতেই অর্ডারের হুড়োহুড়ি, গেমিংয়ের জন্য ফোনে সেরা সেরা ফিচার
| Updated on: Feb 23, 2024 | 4:16 PM
Share

বহু অপেক্ষার পর আবশেষে iQoo Neo 9 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনটিতে রয়েছে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 2 মোবাইল প্রসেসর। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS 14-এ কাজ করে। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সাপোর্ট। iQoo Neo 9 Pro-তে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট। এতে Sony IMX920 সেন্সর সাপোর্ট দেওয়া হয়েছে।

নতুন ফোনের দাম কত?

iQoo Neo 9 Pro তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা। আপনি এটি 21শে মার্চ থেকে কিনতে পারবেন। ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। আর 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টই আপনি চলতি মাসের 23 ফেব্রুয়ারি থেকে কিনতে পারবেন। ফোনটি কালো এবং লাল রঙে এসেছে। এর প্রি-বুকিং হবে দুপুর 1 টায়। এটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং আইকিউ স্টোর থেকে কেনা যাবে।

অফারও পেয়ে যাবেন:

বাজারে আসার সঙ্গে সঙ্গেই এই লাল সাদা নতুন ফোনে অফারও দেওয়া হচ্ছে। গ্রাহকদের HDFC, ICICI ব্যাঙ্ক কার্ডে 2000 টাকার ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন। এছাড়াও 4000 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পুরনো ফোন দিয়ে এই নতুন ফোনটি কিনতে চান, তাহলে সেই সুবিধাও পেয়ে যাবেন।

স্পেসিফিকেশন ও ফিচার:

ফোনটিতে একটি 6.78 ইঞ্চি 1.5K LTPO AMOLED স্ক্রিন রয়েছে। 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে এতে। ফোনটি 3000 nits ব্রাইটনেস সহ আসে। এছাড়াও, 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি Snapdragon 8 Gen 2 চিপসেটে কাজ করে। ফোনটিতে 12GB LPDDR5X RAM রয়েছে। iQoo Neo 9 Pro স্মার্টফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS 14-এ কাজ করে।