Jio 5G Welcome Offer: রিলায়েন্স জিও ব্যবহার করেন? 1gbps+ স্পিডে 5G নেটওয়ার্কের সুবিধা নিতে কী করবেন?
আপনার কাছে যদি একটি 5G স্মার্টফোন থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন Jio 5G Welcome Offer। কী এই অফার, কী-কী সুবিধা মিলবে, একনজরে দেখে নিন।

Jio 5G Latest Offer: 5 অক্টোবর থেকে দেশের চারটি শহরে চালু হয়ে গিয়েছে রিলায়েন্স জিও 5G পরিষেবা। সেই চারটি শহর হল দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসী। এর মধ্যেই আবার টেলিকম অপারেটরটি Jio 5G Welcome Offer নিয়ে হাজির হয়েছে, যেখানে ইউজাররা আনলিমিটেড 5G ডেটা পেয়ে যাবেন, যার স্পিড 1gbps+। আপাতত রিলায়েন্স জিও তার 5G সার্ভিসের জন্য বিটা ট্রায়ালের ঘোষণা করেছে, যার অর্থ হল এই মুহূর্তে সকলে Jio 5G নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন না।
এখন আপনি যদি এই চারটি শহরের যে কোনও একটিতে থাকেন এবং আপনার কাছে যদি একটি 5G স্মার্টফোন থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন Jio 5G Welcome Offer। তবে সংস্থাটি এখনও পর্যন্ত কোনও 5G প্ল্যানের ঘোষণা করেনি। এখন এই ওয়েলকাম অফারে রিলায়েন্স জিও ব্যবহারকারীদের কাছে 5G ফোন থাকলেই তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রসঙ্গত, রিলায়েন্স জিও যখন 4G লঞ্চ করেছিল, তখনও এরকম ওয়েলকাম অফার নিয়ে হাজির হয়েছিল সংস্থাটি।
Jio 5G Welcome অফার কী?
Jio 5G Welcome অফারে একজন গ্রাহক 1gbps+ স্পিডে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।
Jio 5G Welcome অফার কীভাবে পাবেন?
আপাতত এই চারটি শহরে যে সব গ্রাহকদের কাছে 5G স্মার্টফোন রয়েছে, তাঁরা অটোমেটিক্যালি Jio 5G Welcome Offer-এ আপগ্রেডেড হয়ে যাবেন। তাই এই অফার পেতে ইউজ়ারদের আলাদা করে কিছু করার দরকার নেই।
Jio 5G Welcome অফার কাদের জন্য উপলব্ধ?
দিল্লি, কলকাতা, মুম্বই এবং বারাণসীর মানুষজন, যাঁদের কাছে 5G স্মার্টফোন রয়েছে, তাঁরা এই Jio 5G Welcome Offer পেয়ে যাবেন।
Jio 5G Welcome অফার কি বিনামূল্যে উপলব্ধ?
হ্যাঁ, আপাতত বিনামূল্যেই অফারটি পেয়ে যাবেন ব্যবহারকারীরা। তবে সেই অফারটি পাওয়ার জন্য একজন জিও ইউজারকে সর্বপ্রথম এলিজিবল হতে হবে। যদিও রিলায়েন্স জিও তার সমস্ত 5G প্ল্যান সম্পর্কে না জানালে এখনই সমস্ত অফার উপলব্ধ করা সম্ভব হবে না ব্যবহারকারীদের জন্য।
Jio 5G ব্যবহার করতে আপনার নতুন SIM দরকার?
আপনার কাছে যদি একটি 5G স্মার্টফোন থাকে, তাহলে 5G পরিষেবা ব্যবহার করতে আপনার আর আলাদা করে কোনও SIM-এর প্রয়োজন হবে না।
