AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

1 মে থেকে আর একটাও Spam Call পাবেন না, TRAI নির্দেশের পর কঠিন সিদ্ধান্ত নিল Jio-Vi-Airtel

AI Based Spam Filter: 1 মে থেকে আপনি Spam Calls বা মেসেজ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। কারণ, TRAI নির্দেশের দেওয়ার পরেই Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক স্প্যাম ফিল্টার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। তার ফলে এই অবাঞ্ছিত মেসেজ বা কল থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন সাধারণ মানুষ।

1 মে থেকে আর একটাও Spam Call পাবেন না, TRAI নির্দেশের পর কঠিন সিদ্ধান্ত নিল Jio-Vi-Airtel
স্প্যাম কল বন্ধে আরও কড়া ট্রাই।
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 4:38 PM
Share

Spam Call নিয়ে বেজায় বিরক্ত দেশবাসী। সারা দিন অগুনতি স্প্যাম কলে নাভিঃশ্বাস দশা হয় সাধারণ মানুষের। Reliance Jio, Airtel বা Vodafone Idea, আপনি যে কোম্পানিরই SIM ব্যবহার করুন না কেন, স্প্যাম কল বা স্প্যাম মেসেজ থেকে আপনার নিস্তার নেই। এ নিয়ে TRAI দেশের টেলিকম সংস্থাগুলির সঙ্গে একাধিক বার বৈঠক করেছে। সেই বৈঠকেরই সুফল এবার সাধারণ মানুষ পেতে চলেছেন। 1 মে থেকে আপনি Spam Calls বা মেসেজ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। কারণ, TRAI নির্দেশের দেওয়ার পরেই Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক স্প্যাম ফিল্টার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। তার ফলে এই অবাঞ্ছিত মেসেজ বা কল থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন সাধারণ মানুষ।

TRAI অনেক দিন আগেই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল স্প্যাম ফিল্টার ব্যবহার করার। TRAI নির্দেশ কার্যকর করতেই টেলিকম সংস্থাগুলি 1 মে থেকে ফোন কল এবং মেসেজের ক্ষেত্রে AI Spam Filter প্রয়োগ করতে চলেছে। এই ফিল্টার প্রয়োগ করার ফলে দেশের যে কোনও টেলিকম সংস্থার কাস্টমার স্প্যাম কল ও মেসেজের সমস্যা থেকে রেহাই পাবেন।

দেশের সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে একাধিক বার আলোচনা করার পর স্প্যাম কল বন্ধ করতে একাধিক নির্দেশ দিয়েছে ট্রাই। তার একটি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিল্টার ব্যবহার করা। আর একটি হল প্রোমোশনাল কলের জন্য 10 সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার না করা। এই দুই নির্দেশই টেলিকম সংস্থাগুলিকে দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই দুই নির্দেশের মধ্যে কৃত্রিম মেধা ভিত্তিক ফিল্টার ব্যবহারের নিয়মটি কার্যকর হতে চলেছে 1 মে থেকেই।

TRAI নির্দেশ অনুযায়ী, এই AIML স্প্যাম ফিল্টারগুলি ইনস্টলিংয়ের ট্রায়াল এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছে। তার জন্য ভোডাফোন আইডিয়া বা Vi ইতিমধ্যেই Tenla Platforms-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। একই রকম ভাবে Airtel-ও একটি কৃত্রিম মেধা ভিত্তিক কোম্পানির সঙ্গে এই ট্রায়াল করেছে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহেই সংস্থাটি এই সংক্রান্ত কোনও বড় ঘোষণা করতে পারে। অন্য দিকে Reliance Jio তিনটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে রয়েছে।