AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্সটাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করে নিন এই সহজ উপায়ে

Instagram Tips: আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির সঙ্গে ফেসবুক লিঙ্ক করা নেই। ফলে আপনি যা কিছুই আপলোড করেন না কেন, তা আর কিছুতেই ফেসবুকে দেখাতে চায় না। তাই দেখে নিন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লিঙ্ক করবেন।

ইন্সটাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করে নিন এই সহজ উপায়ে
| Updated on: Mar 09, 2024 | 7:21 PM
Share

ইনস্টাগ্রামে যখনই কোনও ফটো আপলোড করেন তা কিছুতেই ফেসবুকে দেখাতে চায় না। কিন্তু কারণটা কী? আসলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির সঙ্গে ফেসুক লিঙ্ক করা নেই। ফলে আপনি যা কিছুই আপলোড করেন না কেন, তা আর কিছুতেই ফেসবুকে দেখাতে চায় না। তাই দেখে নিন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লিঙ্ক করবেন।

এইভাবে ইনস্টাগ্রামে ফেসবুক পেজ লিঙ্ক করবেন?

  • এর জন্য প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করুন, তারপরে আপনি আপনার Instagram অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান এমন পেজে স্যুইচ করুন।
  • এবার যে পেজটি আপনার সামনে আসবে, তাতে Manage অপশনে ক্লিক করুন।
  • Business Dashboard-এর বাঁ দিকে মেনু অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে লিঙ্ক করা অ্যাকাউন্টে ক্লিক করুন।
  • একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে, Connect Account অপশনে ক্লিক করুন। আপনার Instagram অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন এবং লগ ইন করুন।
  • অন্যদিকে, আপনি যদি আপনার পেজ থেকে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিসকানেক্ট করতে চান, তার জন্য Disconnect-এ ক্লিক করুন।

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার সুবিধা:

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার পরে, আপনি অনেক সুবিধা পাবেন। এতে আপনাকে উভয় প্ল্যাটফর্মে আলাদাভাবে পোস্ট করতে হবে না। আপনি যখনই একটি পোস্ট করবেন তা ফেসবুকেও পোস্ট হবে। তবে আপনি সেই ছবি যদি ফেসবুকে পোস্ট না করতে চান, তাহলে সেখানে একটি অপশন আসবে। তা বন্ধ করে দিতে পারেন।

ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন:

আমরা যদি ইনস্টাগ্রাম থেকে আয় করতে চান, তাহলে প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে কিছু ফটো, ভিডিয়ো এবং গল্প শেয়ার করতে হবে। আপনি সপ্তাহে 10 দিন লাইভও যেতে পারেন। আপনি যদি লাইভে যান তাহলে আপনি আপনার ফলোয়ার্সদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারবেন।