Valentines Day Offer: 24 হাজারের ফোন মিলছে 599 টাকায়, Valentine’s Day-তে মন জিতুন সঙ্গীর
Flipkart Valentines Deal: ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি বিশাল ডিসকাউন্ট অফার (Offers) দিচ্ছে। তাই আপনি যদি মনে করেন, আপনার সঙ্গীকে একটি স্মার্টফোন (Smartphone) গিফট করবেন বা নিজের জন্য কিনবেন, তবে এই অফার আপনার জন্য একদম পারফেক্ট।
Samsung Galaxy F23 5G: হাতে গোনা আর কয়েকটা দিন পরেই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। আর ভেলেন্টাইনস উইক তো শুরু হয়েই গিয়েছে। কিন্তু এখনও ভেবে পাচ্ছেন না তো, প্রিয় মানুষটাকে ঠিক কী উপহার দেবেন? আবার এমন কোন উপহার ঠিক করছেন যেটা হয়তো অনেক দামি। কিন্তু এদিকে পকেটেও টান রয়েছে। তবে আপনার কথা চিন্তা করেই ফ্লিপকার্ট (Flipkart) ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি বিশাল ডিসকাউন্ট অফার (Offers) দিচ্ছে। তাই আপনি যদি মনে করেন, আপনার সঙ্গীকে একটি স্মার্টফোন (Smartphone) গিফট করবেন বা নিজের জন্য কিনবেন, তবে এই অফার আপনার জন্য একদম পারফেক্ট। ফ্লিপকার্টে (Flipkart) ভ্যালেন্টাইনস ডে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যদিও এই ডিসকাউন্টের (Discount) মধ্যে অনেকগুলি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। তবে চলুন জেনে নিন স্মার্ট ফোনে আপনি দুর্দান্ত ছাড় পেয়ে যাবেন।
Flipkart-এ উপলব্ধ অফার:
Flipkart-এ Samsung Galaxy F23 5G (Copper Blush, 128 GB) (6 GB RAM) তে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিচ্ছে। যেখানে আপনি এই স্মার্টফোনটি নিয়ে যেতে পারবেন সামান্য কিছু টাকায়। এই স্মার্টফোনটির আসল দাম 24000 টাকা। কিন্তু এই স্মার্টফোনটি আপনি 29% ছাড়ে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। অর্থাৎ তখন ফোনটির দাম হবে 16999 টাকা। তবে এখানেই শেষ নয় আপনি এই ফোনটি মাত্র 599 টাকায় নিজের বাড়িতে আনতে পারবেন। শুনেই অবাক হলেন তো? তবে এটাই সত্যি। ফ্লিপকার্ট এই স্মার্টফোনটিতে এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। অর্থাৎ আপনি আপনার একটি পুরনো ফোন এক্সচেঞ্জ করে যদি এই নতুন ফোনটি কেনেন, তবে আপনি 16,400 টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। তবে আপনার ফোনের কন্ডিশনের উপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে। এই এক্সচেঞ্জ অফার কে যুক্ত করলে আপনি স্মার্টফোনটি মাত্র 599 টাকায় কিনতে পারবেন।
Samsung Galaxy F23 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন:
Galaxy F23 5G-তে কর্নিং গরিলা গ্লাস 5 সুরক্ষা সহ একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ইনফিনিটি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে প্যানেল হল LCD এবং রিফ্রেশ রেট হল 120Hz। ডিসপ্লের মাঝখানে সামনের ক্যামেরা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং 120Hz এর মধ্যে পরিবর্তন করা যেতে পারে। দৈনিক ব্যবহার, Netflix, Amazon ইত্যাদিতে ভিডিয়ো দেখতে কোন সমস্যা নেই। ডিসপ্লের টাচ এবং স্ক্রোল ভাল। ক্যামেরার পারফরম্যান্সের ক্ষেত্রে ক্যামেরা ইন্টারফেসে কোনো পরিবর্তন আসেনি। সিঙ্গেল টেকের মত এক্সক্লুসিভ ফিচার ক্যামেরায় পাওয়া যায়।
Samsung Galaxy F23 5G-এর কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS/ A-GPS, NFC, USB Type-C, এবং 3.5mm হেডফোন জ্যাক সহ ডলবি অ্যাটমস অডিয়ো। এটিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W দ্রুত চার্জিংয়ের জন্য সাপোর্ট করে। ফোনটির ব্যাটারি লাইফ বেশ ভাল।