Google Pixel 7a লঞ্চ হয়ে গেল, দাম 43,999 টাকা; ফিচার দেখে নিন
Google Pixel 7a Price: আপনি যদি Flipkart থেকে Google Pixel 7a কেনেন, তাহলে 3,999 টাকায় Pixel Buds A-Series এবং Fitbit Inspire 2 কেনার সুযোগ পাবেন।
Google Pixel 7a Features: Google Pixel 7a ভারতে 11 মে লঞ্চ হয়েছে। এই নতুন Google Pixel 7a বিক্রি হতে চলেছে ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট এই ফোনটি তাদের সাইটে লঞ্চ করেছে। অর্থাৎ ভাবুন আপনি এই নতুন ফোনটি লঞ্চের আগেই এতে অফার পেতে চলেছেন। প্রথমে এই ই-কমার্স সাইটটিতে ফোনটির দাম জানানো হয়েছিল। কিন্তু তারপরে তাতে ব্যাঙ্ক অফারও দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক এই নতুন Google Pixel 7a ফোনের দাম ও ব্যাঙ্ক অফার সম্পর্কে।
Google Pixel 7a-এর দাম এবং ব্যাঙ্ক অফার:
Google Pixel 7a-এর দাম রাখা হয়েছে 43,999 টাকা। যদিও এতে আপনি যে অফার পাবেন, সেই অফারে 4,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে তখন এই ফোনটি আপনি মাত্র 39,999 টাকায় কিনতে পারবেন। যদিও এর জন্য HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনতে হবে। এখানেই শেষ নয়, আপনি এতে এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। এছাড়াও আরও দুর্দান্ত একটি অফার পেয়ে যাবেন। আপনি যদি Flipkart থেকে Google Pixel 7a কেনেন, তাহলে 3,999 টাকায় Pixel Buds A-Series এবং Fitbit Inspire 2 কেনার সুযোগ পাবেন।
Google Pixel 7a-এর স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন:
Pixel 7a-এ একটি 6.1-ইঞ্চি FullHD Plus স্ক্রিন রয়েছে, যার প্যানেল AMOLED। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 90Hz। এর আগে Pixel 6a তে 60Hz রিফ্রেশ রেট সহ একটি প্যানেল ছিল। সেই অনুযায়ী এই নতুন ফোনটিতে বেশি রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
Pixel 7a-এ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্সটি 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। সামনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরায় 8x জুম পাওয়া যাবে।
Pixel 7a-এ ওয়্যারলেস ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যা Pixel 6a তে ছিল না। Pixel 7a তে Tensor G2 প্রসেসর রয়েছে। এই প্রসেসরটি Pixel 7 সিরিজের সব ফোনেই রয়েছে। ফোনে গুগলের ভিপিএনও পাওয়া যাবে। Pixel 7a কার্বন, আর্কটিক ব্লু, কটন এবং কোরাল রঙে কিনতে পারবেন।