Nothing Phone (2) এর কপিক্যাট Infinix GT 10 Pro! কোর্টে যাওয়ার কথা বলছেন Nothing সিইও কার্ল পেই
ব্র্যান্ড নিউ GT Series-এ মোট দুটি ফোন নিয়ে আসছে Infinix, তার একটি হল GT 10 Pro এবং অপরটি GT 10 Pro+। নাথিংয়ের ট্রেডমার্ক ট্রান্সপারেন্ট ডিজ়াইনের সঙ্গে তার একাধিক মিল রয়েছে। Nothing Phone (2)-এ যেমন সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক রয়েছে, ইনফিনিক্সের নতুন ফোনটি ঠিক সেরকমই।
Infinix বাজারে তার নতুন ফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। আর সেই ফোনের লুক দেখে মনে হচ্ছে তা অনেকাংশেই Nothing Phone এর থেকে অনুপ্রাণিত। ব্র্যান্ড নিউ GT Series-এ মোট দুটি ফোন নিয়ে আসছে Infinix, তার একটি হল GT 10 Pro এবং অপরটি GT 10 Pro+। নাথিংয়ের ট্রেডমার্ক ট্রান্সপারেন্ট ডিজ়াইনের সঙ্গে তার একাধিক মিল রয়েছে। নতুন Infinix GT Series মূলত একটি পুরোদস্তুর গেমিং স্মার্টফোন হতে চলেছে। Nothing Phone (2)-এ যেমন সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক রয়েছে, ইনফিনিক্সের নতুন ফোনটি ঠিক সেরকমই। ফোনের ডিজ়াইন হুবহু কপি করে দেওয়ার বিষয়টি মোটেই ভাল ভাবে নিচ্ছে না Nothing। গত সপ্তাহে টুইট করে নাথিং সিইও কার্ল পেই বলেছিলেন, “উকিলের সঙ্গে কথা বলার সময় এসে গিয়েছে।”
Infinix GT 10 Pro প্রথম ভারতেই আসছে
GSMArena-র একটি রিপোর্ট অনুযায়ী, অগস্ট মাসে এই Infinix GT 10 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে। হাই গেমিং ফিচারের এই ফোনের দামও বেশ কম হতে চলেছে। ওই রিপোর্টে ফোনটির কিছু অফিসিয়াল ছবি দেখানো হয়েছে। সেখান থেকেই নিশ্চিত হওয়া গিয়েছে, সেমি ট্রান্সপারেন্ট ডিজ়াইনের এই ফোনটি মোট দুটি কালার অপশন রয়েছে। যদিও GT 10 Pro ফোনটিতে LED স্ট্রিপস থাকছে না। নিশ্চিত হওয়া গিয়েছে, ফোনটির পিছনে নাথিং ফোনের মতো এলইডি আলো জ্বলবে না।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের চিপসেটের সাহায্যে। ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 108MP, রিংয়ের মতো ফ্ল্যাশলাইট ডিজ়াইন রয়েছে। পাবজি, ফ্রি ফায়ারের মতো একাধিক গেম বিল্ট-ইন থাকছে ফোনটিতে। সফটওয়্যার হিসেবে এই ফোনে দেওয়া হচ্ছে Android 13-ভিত্তিক XOS 13 অপারেটিং সিস্টেম।
তবে ফোনের বক্সটিকে আপনি একটি ইকো-ফ্রেন্ডলি অ্যাম্প্লিফায়ারে ট্রান্সফর্ম করতে পারেন Infinix GT 10 Pro এর ইন-বিল্ট স্পিকারকে কাজে লাগিয়ে। 8GB RAM/128GB এবং 8GB/256GB এই দুই র্যাম ও স্টোরেজ অপশনে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া থাকছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি।