পাতলা ডিজ়াইনের Infinix Zero 5G 2023 লঞ্চ হল আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে
Infinix Zero 5G 2023 এর দাম 239 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 19,999 টাকা। যদিও ভারত এবং বিশ্বের অন্যান্য প্রান্তের জন্য এই ফোনের দাম এখনও পর্যন্ত জানা যায়নি।
Infinix বিশ্ব বাজারে তার দীর্ঘ প্রতীক্ষিত 5G স্মার্টফোন Zero 5G 2023 লঞ্চ করেছে। স্মার্টফোনটি উল্লেখযোগ্য কিছু আপডেট-সহ গত বছরের Infinix Zero 5G-র যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। সদ্য লঞ্চ হওয়া হ্যান্ডসেটে রয়েছে, মিডিয়াটেক প্রসেসর, বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল-রিয়ার ক্যামেরা এবং আরও অনেক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
Infinix Zero 5G 2023 দাম
Infinix Zero 5G 2023 এর দাম 239 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 19,999 টাকা। যদিও ভারত এবং বিশ্বের অন্যান্য প্রান্তের জন্য এই ফোনের দাম এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি ভারত-সহ অন্যান্য জায়গায় ফোনটি কবে নাগাদ হাজির হবে, সে বিষয়েও কিছু জানায়নি সংস্থাটি। Infinix নিশ্চিত করেছে, ডিভাইসটি কমলা, কালো এবং সাদা রঙের শেডগুলিতে কিনতে পারবেন কাস্টমাররা।
Infinix Zero 5G 2023 স্পেসিফিকেশন
Infinix Zero 5G 2023 ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে, ফুল HD+ IPS LTPS ডিসপ্লে, যার স্ক্রিন সাইজ় 6.78 ইঞ্চি। একটি পাঞ্চ-হোল কাটআউট ডিজাইন-সহ সেলফি ক্যামেরার জন্যও জায়গা রয়েছে ফোনের ডিসপ্লেতে। পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি MediaTek Dimensity 1080 5G চিপসেট দ্বারা চালিত। গ্রাফিক্সের জন্য আর্ম Mali-G68 MC4 GPU এর সঙ্গে যুক্ত এই ফোন। এই ফোনে রয়েছে 8GB পর্যন্ত RAM, যা অভ্যন্তরীণ স্টোরেজ ব্যবহার করে 5GB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।
Infinix Zero 5G 2023 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। রয়েছে একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে এই প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি LED ফ্ল্যাশ সহ দুটি 2MP ক্যামেরা সেন্সর রয়েছে। স্মার্টফোনটিতে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর রয়েছে।
Infinix Zero 5G 2023 ফোনে রয়েছে বিশাল 5,000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 12-ভিত্তিক XOS 12-এর সাহায্যে চলে।