AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iPhone 14 ব্যবহারকারীদের জন্য় জরুরি এই ফিচারের মেয়াদ বাড়ল

প্রাথমিক ভাবে ইমার্জেন্সি SOS ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছিল। দুই দেশেই আইফোনের এই অনন্য ফিচার অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারপরই আরও 16 দেশে এই জরুরি ফিচারটি রোল আউট করে অ্যাপল। তবে বিশ্বের বেশ কিছু দেশে SOS ফিচার চলে এলেও ভারতে এখনও পর্যন্ত এটি আসেনি।

iPhone 14 ব্যবহারকারীদের জন্য় জরুরি এই ফিচারের মেয়াদ বাড়ল
আরও কয়েক দিন ফ্রি-তে SOS ফিচার ব্যবহার করতে পারবেন iPhone ব্যবহারকারীরা।
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 6:10 PM
Share

Apple সম্প্রতি তার ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করেছে। বিশেষ করে সেই সুখবরটি iPhone 14 ব্যবহারকারীদের জন্য। টেক জায়ান্টটি জানিয়েছে, এই ফোন ব্যবহারকারীদের জন্য এক বছরের কমপ্লিমেন্টারি ইমার্জেন্সি SOS সার্ভিস বাড়ানো হল। এই পরিষেবায় iPhone 14 ব্যবহারকারীদের যেমন সুরক্ষা প্রদান করবে, তেমনই আবার জরুরি পরিস্থিতিতে কোনও নেটওয়ার্কের সাহায্য ছাড়াই ইমার্জেন্সি কলিংয়ের সুবিধা দিতে পারবে। Apple সিইও টিম কুক নিজেই এই খবরটি জানিয়েছেন।

এই SOS ফিচারটি অ্যাপল সর্বপ্রথম তার iPhone 14 সিরিজ়ে দেয়। এই পরিষেবা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ফাইন্ড মাই অ্যাপের সাহায্যে নিজেদের সঠিক লোকেশন শেয়ার করতে পারবেন। ইন্টারনেট কানেকশন ছাড়াই SOS মেসেজের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে iMessage থেকে। দুর্ঘটনা থেকে শুরু করে এমন কোনও পরিস্থিতিতে বিপদে পড়ে যাওয়া, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে ব্যাপক ভাবে কাজে লাগবে ফিচারটি।

প্রাথমিক ভাবে ইমার্জেন্সি SOS ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছিল। দুই দেশেই আইফোনের এই অনন্য ফিচার অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারপরই আরও 16 দেশে এই জরুরি ফিচারটি রোল আউট করে অ্যাপল। তবে বিশ্বের বেশ কিছু দেশে SOS ফিচার চলে এলেও ভারতে এখনও পর্যন্ত এটি আসেনি।

দেশে এসওএস পরিষেবার আগমনের জন্য ভারতীয় আইফোন ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট প্রত্যাশা রয়েছে। তবে পরিষেবাটি নিয়ে আসতে ভারত সরকারের কাছ থেকে অনুমতির প্রয়োজন। সবথেকে বড় কথা হল, দেশের সীমানার মধ্যে ব্যবহারকারীদের কাছে পরিষেবাটি চালু করার আগে এই নিয়ন্ত্রক প্রয়োজনীয়তাগুলি অপরিহার্য।

ভারতেও যে এই পরিষেবা নিয়ে আসা হবে, সে বিষয়ে আগেই নিশ্চিত বার্তা দিয়েছিল অ্যাপল। এখন দেখার ভারতের iPhone 14 ব্যবহারকারীররা কবে থেকে এই SOS ফিচারটি ব্যবহার করতে পারেন।