শক্তিশালী iQOO 11-র ভারতে এন্ট্রি, লো-লাইট ফটোগ্রাফির জন্য V2 ইমেজিং চিপ, দাম 59,999 টাকা
iQOO 11 Price In India: iQOO 11 ভারতে লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা এবং 16GB+256GB মডেলের দাম 64,999 টাকা।

iQOO 11 Price, Specs: দীর্ঘ প্রতীক্ষিত iQOO 11 লঞ্চ হয়ে গেল ভারতে। মঙ্গলবারই নতুন ফোনটি ভারতের বাজারে লঞ্চ করল Vivo-র সাব-ব্র্যান্ড iQOO। লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগের প্রজন্ম অর্থাৎ 8+ Gen 1-এর তুলনায় এই নতুন প্রসেসরটি অন্তত 20% বেশি দ্রুত পারফর্ম করবে। ফাস্ট পারফরম্যান্সের পাশাপাশি iQOO 11-এ রয়েছে দুর্ধর্ষ কিছু ক্যামেরা স্পেসিফিকেশনস, 2K E6 AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। এছাড়া ক্যামেরা এবং গেমিং অভিজ্ঞতা মজবুত করতে গাড়িটিতে ভিভো-র নিজস্ব V2 ইমেজিং চিপ দেওয়া হয়েছে।
iQOO 11: ভারতে দাম ও উপলব্ধতা
iQOO 11 ভারতে লঞ্চ করা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা এবং 16GB+256GB মডেলের দাম 64,999 টাকা। তবে ব্যাঙ্ক অফারে এই মডেল দুটিই আপনি পেয়ে যাবেন 51,999 এবং 56,999 টাকায়। অর্থাৎ শুরুতেই আপনাকে iQOO 11-র দুটি ভ্যারিয়েন্টের জন্য যথাক্রমে 8,000 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে।
অফারের এখানেই শেষ নয়। আপনি যদি Amazon Prime সাবস্ক্রাইবার হন, তাহলে প্রাইম আর্লি অ্যাক্সেস সেলে 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই সেল শুরু হচ্ছে 12 জানুয়ারি থেকে। আর যাঁরা প্রাইম মেম্বার নন, তাঁরা 13 জানুয়ারি থেকে Amazon এবং iQOO-র অনলাইন স্টোরে ফোনটি পেয়ে যাবেন। প্রসঙ্গত, লেজেন্ড এবং আলফা নামক এই ফোনের দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে।
iQOO 11: ফিচার ও স্পেসিফিকেশন
iQOO 11 স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেগমেন্টের এটিই প্রথম কোনও স্মার্টফোন, যাতে 2K E6 প্যানেল ব্যবহৃত হয়েছে এবং তার রিফ্রেশ রেট 144Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM-এর সঙ্গে। পাশাপাশি স্টোরেজ থেকে 8GB নিয়ে ভার্চুয়াল RAM হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনি। 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে হ্যান্ডসেটটির।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে iQOO 11-এ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP স্যামসাং GN5 লেন্স। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 13MP টেলিফটো লেন্স এবং আর একটি 8MP আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য iQOO 11 স্মার্টফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই প্রিমিয়াম হ্যান্ডসেটের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার V2 ইমেজিং চিপ। ফটোগ্রাফির জন্য ডেডিকেটেড এই চিপটি লো-লাইটে ব্যাপক ভাবে কার্যকর হতে পারে। সেই সঙ্গেই আবার ফোনের গেমিং পারফরম্যান্সও চমৎকার করবে এই চিপ।
V2 ইমেজিং চিপের আর একটি জরুরি বৈশিষ্ট্য হল, এটি ফ্রেম রেট বুস্ট করতে পারে এবং ফোনের ব্যাটারিও খুব কম খরচ করে। এছাড়াও গেমিং পারফরম্যান্স আরও ভাল করতে এতে রয়েছে ডুয়াল X-Linear মোটর, যা ফোনের গেমিং পারফরম্যান্স ব্যাপক ভাবে বাড়িয়ে তুলতে পারে। iQOO 11 ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।





