IR Blaster Mobile: ফোনের এই ছোট্ট ডট, রিমোটের কাজে লাগে, দূর থেকেই এসি-টিভি কন্ট্রোল করতে পারে
IR Blaster Details: হালফিলের অনেক স্মার্টফোনেই দেখবেন, উপরের দিকে একটি ছোট্ট বিন্দু থাকে। দূর থেকে দেখলে ছিদ্র মনে হতে পারে, আসলে কিন্তু তা নয়। তাহলে ছোট্ট এই বিন্দুটি কী, কী-ই বা কাজ তার?
Smartphone Unknown Facts: স্মার্টফোন আজ প্রায় সকলের হাতেই। শখের থেকেও প্রয়োজন অনেক বেশি, তাই আট থেকে আশি, ঘুম থেকে উঠে ফে ঘুমোতে যাওয়া ইস্তক, স্মার্টফোন ছাড়া ভাবাই যায় না। কিন্তু স্মার্টফোনে এমন অনেক জিনিস রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। আসলে জানার দরকার হয় না খুব একটা। কারণ, ফোন এলে আর গেলেই হল! কী হবে সে সব জেনে। কিন্তু জেনে রাখলেই বা সমস্যার কী আছে। কিসসু নেই, তাই না! হালফিলের অনেক স্মার্টফোনেই দেখবেন, উপরের দিকে একটি ছোট্ট বিন্দু থাকে। দূর থেকে দেখলে ছিদ্র মনে হতে পারে, আসলে কিন্তু তা নয়। তাহলে ছোট্ট এই বিন্দুটি কী, কী-ই বা কাজ তার?
এটি আসলে একটি সেন্সর। ক্ষুদ্র বিন্দু আকারের এই সেন্সরের নাম IR Blaster। আইআর ব্লাস্টারের নাম হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর ভূমিকা সম্পর্কে অনেকেই অবগত নন। জানলে অবাক হবেন, আপনার বাড়ির স্মার্টটিভি বা এসি-র রিমোট হারিয়ে গেলে, জিয়নকাঠির ভূমিকায় অবতীর্ণ হতে পারে এই IR Blaster। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনার বাড়ির অনেক ইলেকট্রনিক্স যন্ত্রই দূর থেকে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আপনারই ফোনে থাকা আইআর ব্লাস্টার নামক এই সেন্সর।
IR Blaster কী
সাধারণত স্মার্টফোনের বাইরের দিকে 3.5 মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, ভলিউম রকার এবং সিম ট্রে-র মতো একাধিক অপশন দেখতে পান। কিন্তু, একটু খুঁটিয়ে যদি লক্ষ্য করেন, তাহলে ফোনের উপরের দিকে আর একটি ডট-পয়েন্ট দেখতে পাবেন। সেটিই IR Blaster বা Infrared Blaster। এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোনটিকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।
শুধু স্মার্টটিভি কেন! আপনি এটিকে সেটটপ বক্স-সহ আরও বিভিন্ন বাড়িতে ব্যবহারযোগ্য ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করতে পারেন। তবে, IR Blaster-এর সবথেকে বড় ভূমিকা হল এতে ব্লুটুথ পেয়ারিংয়ের প্রয়োজন হয় না।
IR Blaster: কোন কোন স্মার্টফোনে থাকে?
সব স্মার্টফোনে আইআর ব্লাস্টার থাকে না। সমস্ত স্মার্টফোন ব্র্যান্ড তাদের বাছাই করা কিছু ফোনের জন্যই এই বিশেষ সেন্সরটি দেয়। তাই, একটা ফোন যদি রিমোট কন্ট্রোল হিসেবে কাজে লাগাতে চান, তাহলে সেই ফোনে IR Blaster রয়েছে কি না, পরখ করে নিতে হবে। শাওমি, ভিভো এবং স্যামসাংয়ের মতো সংস্থা তাদের একাধিক ফোনে এই সেন্সরটি দিয়ে থাকে। TV9 Bangla ছবিতে যে ফোনটি ব্যবহার করেছে, সেটি Redmi Note 9 Pro। এছাড়াও, আর যে সব ফোনে IR Blaster দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছে:-
1) Vivo X80 Pro
2) Xiaomi 12 Pro
3) Xiaomi 11T Series
4) Poco X4 Pro
5) Redmi Note 11 Pro এবং Pro Plus
6) Poco M4 Pro
আপনার ফোনে IR Blaster না থাকলে কী করবেন
আপনার ফোনে যদি IR Blaster না থাকে, তাহলে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তবে, থার্ড পার্টি আইআর ব্লাস্টার অ্যাপগুলি খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। এর মাধ্যমে আপনার ফোনে হ্যাকার-হানার মতো উদ্বেগজনক ঘটনাগুলি ঘটতে পারে। তাই, আইআর ব্লাস্টার অ্যাপ ডাউনলোড করার আগে ভালভাবে যাচাই করে নিন।