AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

6,099 টাকায় বাজারে এল নতুন itel A05s, পাবেন 4 জিবি ব়্যাম

itel A05s Price: এই নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 6,099 টাকা, এই ডিভাইসটি সারা দেশের অফলাইন দোকান থেকে কেনা যাবে। এমনকি আপনি চাইলে অনলাইনেও এই নতুন ফোন কিনতে পারবেন। কোম্পানি এই বাজেট স্মার্টফোনের চারটি কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, গ্লোরিয়াস অরেঞ্জ, মেডো গ্রিন, নেবুলা ব্ল্যাক এবং ক্রিস্টাল ব্লু।

6,099 টাকায় বাজারে এল নতুন itel A05s, পাবেন 4 জিবি ব়্যাম
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:07 PM
Share

itel কোম্পানিটি কম বাজেটের ফোনের জন্য বিশেষ জনপ্রিয়। এবার তারই বাজেট সেগমেন্টের একটি ফোন itel A05s-এর নতুন একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। কয়েকদিন আগে এই ডিভাইসটি 2 GB RAM / 32 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে প্রথম বাজারে পা রেখেছিল। তারপরে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠতেই কোম্পানিটি Itel ফোনটি দ্বিগুণ RAM এবং স্টোরেজ সহ বাজারে এনেছে।

এই আইটেল ফোনের নতুন ভ্যারিয়েন্টে 4 জিবি র‌্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর মানে এখন গ্রাহকরা এই নতুন ভ্যারিয়েন্টে আগের তুলনায় অনেক বেশি অ্যাপ্লিকেশন এবং ডেটা সেভ করতে পারবেন। আর RAM বেশি হওয়ায় মাল্টিটাস্কিংও করতে পারবেন খুব সহজে।

ভারতে itel A05s-এর দাম কত?

এই নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 6,099 টাকা, এই ডিভাইসটি সারা দেশের অফলাইন দোকান থেকে কেনা যাবে। এমনকি আপনি চাইলে অনলাইনেও এই নতুন ফোন কিনতে পারবেন। কোম্পানি এই বাজেট স্মার্টফোনের চারটি কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, গ্লোরিয়াস অরেঞ্জ, মেডো গ্রিন, নেবুলা ব্ল্যাক এবং ক্রিস্টাল ব্লু।

itel A05s স্পেসিফিকেশন ও ফিচার:

পুরনো এবং নতুন ভ্যারিয়েন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল RAM এবং স্টোরেজ। এটি ছাড়াও, আপনি নতুন ভ্যারিয়েন্টে আরও একটি বিশেষ ফিচার পাবেন। এই বিশেষ ফিচারটি হল ভার্চুয়াল RAM। এই নতুন ভ্যারিয়েন্টে 4 জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট রয়েছে, অর্থাৎ 4 জিবি র‍্যামের নতুন ভ্যারিয়েন্টে আপনি 4 জিবি ভার্চুয়াল র‍্যামের সাহায্যে 8 জিবি পর্যন্ত র‍্যাম বাড়াতে পারবেন। এই সুবিধা আপনি বর্তমানে অনেক বাজেট ফোনেই দেখতে পাবেন।

এই ফোনের ক্যামেরা সেটআপের কথা বললে, ফোনের পিছনে একটি 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে 2 GB RAM ভ্যারিয়েন্টটির পিছনে শুধুমাত্র 5-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 120 Hz টাচ স্যাম্পলিং রেট এবং 60 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে একটি 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই ডিভাইসটিতে একটি 1.6 GHz Unisock SC9863A প্রসেসর রয়েছে।