AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে S23 সিরিজ ব্যাপক বিক্রির পর এবার S23+ লঞ্চ করতে চলেছে Itel, ফিচার দুর্দান্ত

Itel S23+ Price: কোম্পানির মতে, এই ফোনটি 15,000 টাকার কম বাজেটে বাজারে আনা হবে ফোনটি। কোম্পানি জানিয়েছে, এই রেঞ্জে এটিই হবে প্রথম ফোন, যাতে 3D কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে।

ভারতে S23 সিরিজ ব্যাপক বিক্রির পর এবার S23+ লঞ্চ করতে চলেছে Itel, ফিচার দুর্দান্ত
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 3:00 PM
Share

চলতি বছরের জুন মাসে Itel কোম্পানি ভারতে Itel S23 স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারপরে এখন এখন কোম্পানিটি Itel S23+ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত। শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোন। কোম্পানির মতে, এই ফোনটি 15,000 টাকার কম বাজেটে বাজারে আনা হবে ফোনটি। কোম্পানি জানিয়েছে, এই রেঞ্জে এটিই হবে প্রথম ফোন, যাতে 3D কার্ভড AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে।

Itel S23+ এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন:

Itel S23+ এর একটি কার্ভড ডিসপ্লে থাকবে, যা 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে হবে। এটি FHD+ রেজোলিউশন, 500 nits ব্রাইটনেস এবং Gorilla Glass 5 সাপোর্ট সহ বাজারে আনা হবে। এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কোম্পানির প্রথম ফোন হতে চলেছে।

Itel S23+ একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও এটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাও দেওয়া হবে। ফোনটিতে Itel OS 13 ভিত্তিক Android 13 থাকবে। এতে আইভানা জিপিটি এআই-ভিত্তিক ভয়েস অ্যাসিস্টেন্ট রয়েছে। এটিতে একটি ডায়নামিক বার ফিচারও দেওয়া হবে, যা অনেকটা আইফোনের ডায়নামিক আইল্যান্ড নোটিফিকেশন ফিচারের মতো কাজ করবে। Itel S23+ ফোনটিতে Unisock T616 চিপসেট দেওয়া হবে। এছাড়াও এতে রয়েছে 8 GB LPDDR4x RAM এবং 256 GB UFS 2.0 স্টোরেজ। এটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W চার্জিং সাপোর্ট করবে।

দাম কত হতে পারে?

আফ্রিকায় ইতিমধ্যেই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। আর সেখানে Itel S23+ এর দাম প্রায় 112 ইউরো (9,965 টাকা)। এটি দু’টি রঙে কিনতে পারবেন। যার মধ্যে রয়েছে লেক সায়ান এবং এলিমেন্টাল ব্লু। Itel আফ্রিকাতে Itel S23+ 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।