AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile New Rules: রাস্তাঘাটে মোবাইলে ভিডিয়ো দেখতে কানে দিন হেডফোন, নইলে দিতে হবে 5000 টাকা জরিমানা!

BEST New Rules On Mobile: আপনার এমন মনে হতেই পারে যে, আপনি কীভাবে মোবাইল ব্যবহার করবেন তাও অন্য কেউ বলে দেবে? আদতে এমনটাই হবে। মোবাইল ব্যবহার করা নিয়ে একটি নতুন নিয়ম এসেছে। কী সেই নিয়ম? চলুন দেখে নেওয়া যাক।

Mobile New Rules: রাস্তাঘাটে মোবাইলে ভিডিয়ো দেখতে কানে দিন হেডফোন, নইলে দিতে হবে 5000 টাকা জরিমানা!
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 3:48 PM
Share

BEST Rules: বর্তমানে বহু মানুষ মোবাইল কেনার সময় ভাল ক্যামেরা, লুক আর প্রসেসর ছাড়াও আরও একটি জিনিস খোঁজে। তা হল ভাল স্পিকার। এর কারণ হল সিনেমা বা গান শোনার সময় অনেকেই জোরে সাউন্ড পছন্দ করেন। বাস বা মেট্রোতে যাতায়াতের সময়ও প্রায়ই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন বহু মানুষ। কিন্তু কিছু মানুষ আছেন যারা বাস, ট্রেন এবং পাবলিক প্লেসে ফোনে খুব জোরে গান শোনেন। এছাড়াও ফোনে জোরে কথাও বলেন। যা পাশের জনের কাছে বেশ বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। এই ধরনের লোকদের জন্য, একটি নতুন নিয়ম নিয়ে আসা হল। এবার আপনার এমন মনে হতেই পারে যে, আপনি কীভাবে মোবাইল ব্যবহার করবেন তাও অন্য কেউ বলে দেবে? আদতে এমনটাই হবে। মোবাইল ব্যবহার করা নিয়ে একটি নতুন নিয়ম এসেছে। কী সেই নিয়ম? চলুন দেখে নেওয়া যাক।

আপনি যদি বাসে যাতায়াতের সময় ফোনে উচ্চস্বরে কথা বলেন বা হেডফোন ছাড়া ভিডিয়ো দেখেন তবে আপনাকে 5000 টাকা জরিমানা দিতে হতে পারে। এছাড়া 3 মাসের জেলও হতে পারে। এখন প্রশ্ন হল কোথায় চালু হল এই নতুন নিয়ম? আপাতত মুম্বইয়ে চালু করা হয়েছে এই নতুন নিয়ম। BEST অর্থাৎ বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট এই নিয়মটি চালু করেছে। এই নিয়মে বাসে হেডফোন ছাড়া ভিডিয়ো দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নিয়ম ভাঙলে জেল হতে পারে বলেও জানিয়েছে তারা।

চলতি সপ্তাহ থেকেই মোবাইল ফোনের স্পিকারে ভিডিয়ো দেখা বা গান বাজানো নিষিদ্ধ করেছে BEST। সম্প্রতি এই সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়। নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরি করতে বাসে বিজ্ঞপ্তি চিপকানোর কাজও শুরু হয়েছে। নতুন নিয়ম মুম্বাই এবং পার্শ্ববর্তী শহরের বাস যাত্রীদের জন্য প্রযোজ্য হবে।

কেন চালু হল নতুন নিয়ম?

মোবাইল ফোন নিয়ে নতুন নিয়ম আনার পেছনে কারণ ছিল শব্দ দূষণ। পাশাপাশি বাস যাত্রীদের অসুবিধার হাত থেকে বাঁচাতে আনা হয়েছে নতুন নিয়ম। নতুন সার্কুলার অনুযায়ী, শব্দের ডেসিবেল মাত্রা কম রাখতে নতুন নিয়ম আনা হয়েছে। এমতাবস্থায় বাসের কোনও যাত্রীকে উচ্চস্বরে ফোনে কথা বলতে দেওয়া হবে না। আপনি যদি গান শুনতে চান, তাহলে হেডফোন সঙ্গে রাখতে হবে।