দামি স্মার্টফোনের জন্য নতুন প্রসেসর নিয়ে হাজির হল মিডিয়াটেক। কোম্পানির সেই লেটেস্ট স্মার্টফোন চিপের নাম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ৫জি (MediaTek Dimensity 9000 5G)। বৃহস্পতিবারই এই লেটেস্ট SoC-র পর্দা উন্মোচিত হয়েছে বিশ্ববাজারে! এই মুহূর্তে প্রিমিয়াম স্মার্টফোনের মার্কেটে বেশির ভাগ ফোনেই দেওয়া হচ্ছে কোয়ালকম চিপসেট। আর সেই কোয়ালকম-কে টেক্কা দিতেই এবার প্রিমিয়াম স্মার্টফোনের জন্য নতুন হাই-এন্ড প্রসেসর নিয়ে হাজির হল মিডিয়াটেক।
তাইওয়ানের জনপ্রিয় সংস্থা হিঞ্চু (Hsinchu)-র তরফ থেকে বলা হচ্ছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ বিশ্বের প্রথম চিপ, যা তাইওয়ান সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ‘N4’ চিপমেকিং প্রক্রিয়ার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া আদতে চিপকে একদিকে যেমন ছোট করতে পারে, তেমনই সেটিকে দ্রুততর করতেও সক্ষম হয়। মিডিয়াটেক-এর পক্ষ থেকে বলা হচ্ছে, এটিই প্রথম স্মার্টফোন চিপ, যাতে শক্তিশালী এবং নতুন কম্পিউটিং কোর আর্ম কোর্টেক্স এক্স২ (Arm Cortex X2) দেওয়া হয়েছে।
কোয়ালকম এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর পাশাপাশি মিডিয়াটেক এই মুহূর্তের তিনটি মূল চিপসেট মেকিং সংস্থা, যারা ৫জি স্মার্টফোনের চিপও প্রস্তুত করে থাকে। কয়েক দিন আগে এই চিপসেট প্রস্তুতকারীদের তালিকায় হাজির হয়েছে হুয়াওয়ে। আমেরিকার চোখরাঙানির পরই কিছুটা বাধ্য হয়ে নিজেদের স্মার্টফোনে নিজেদেরই চিপসেট বা SoC দিতে শুরু করেছে হুয়াওয়ে।
প্রসঙ্গত হুয়াওয়ে-র প্রস্থানের ফলে চিনা ব্র্যান্ড দ্বারা খালি করা বাজারের শেয়ার ক্যাপচার করার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের কাছে একটি লাভজনক দিক হয়ে উঠেছে। মিডিয়াটেক ইতিমধ্যেই সেই মার্কেট শেয়ারের জন্য অনেক প্রতিযোগীকে ধর্তব্যের মধ্যে নিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছে শিয়াওমি, ওপ্পো, ভিভো। তবে এই সব সংস্থাই তাদের বাজেট বা মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনে মিডিয়াটেক-এর প্রসেসর ব্যবহার করে থাকে। প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ যে সব ফোনের দাম একটু বেশিই, সেই সব ফোনে নিয়মিত কোয়ালকম এরই প্রসেসর দেওয়া হচ্ছে।
মিডিয়াটেক-এর চিফ ফিনান্সিয়াল অফিসার ডেভিড কু বলছেন, “এই ডাইমেনসিটি ৯০০০ হল প্রথম যেটি চিপগুলির একটি সিরিজ হিসেবে উঠে আসবে এবং তার লক্ষ্য হল গ্রাহকদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে মিডিয়াটেক চিপসেট ব্যবহারে স্যুইচ করতে রাজি করানো।” সংবাদমাধ্যম রয়টার্স-কে একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, “আগামী দিনে প্রিমিয়াম সেগমেন্টে অগ্রসর হতে আমাদের কাছে খুবই শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার। একটি পণ্য কখনই যথেষ্ট নয়। এটি আমাদের শুরুর পয়েন্ট।”
বছর শেষ হতে চলেছে। ২০২১-এর শেষ দুই মাস এবং ২০২২ সালের শুরু থেকেই একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এখন দেখার বিষয়, আসন্ন কোন কোন ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দেওয়া হয়।
আরও পড়ুন: Motorola Smartphones: ‘জি’ সিরিজের পাঁচটি ফোন লঞ্চ করেছে মোটোরোলা, দেখে নিন তাদের ফিচার
আরও পড়ুন: Vivo V23e 5G: কোন কোন রঙে লঞ্চ হতে পারে এই ফোন? কী ধরনের র্যাম-স্টোরেজই বা থাকতে পারে?
আরও পড়ুন: ওপ্পো রেনো ৭ ফোনের নতুন ছবি ফাঁস, Geekbench- এ দেখা গেল ওপ্পো রেনো ৭ প্রো মডেলের নাম