Moto E32s লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 8,999 টাকা, 90Hz ডিসপ্লে, সম্পূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন

Moto E32s Price And Specifications: সস্তার নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল মোটো ই৩২এস। এই ফোনের দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। ফোনটির সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।

Moto E32s লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 8,999 টাকা, 90Hz ডিসপ্লে, সম্পূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন
দুরন্ত লুক ও ফিচার্সের মোটো ই৩২এস ফোনের আগমন ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 2:22 PM

Moto E32s ফোনটি ভারতে লঞ্চ করে গেল। এই নতুন Motorola হ্যান্ডসেটে রয়েছে একটি 90Hz ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর MediaTek Helio G37 প্রসেসরের সাহায্যে। সফ্টওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে একটি Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম। সবথেকে বড় কথা হল, এই ফোনের সঙ্গে মোটোরোলা দুই বছরের সিকিওরিটি আপডেট দিচ্ছে। IP52 সার্টিফায়েড এই Moto হ্যান্ডসেটে ওয়াটার রিপেল্যান্ট ডিজ়াইনও রয়েছে। 10,000 টাকারও কম দামের এই Moto E32s ফোনটি টক্কর দিতে পারে Redmi 10A, Realme C31, Redmi 10 কম দামের এই তিন ফোনের সঙ্গে।

Moto E32s দাম ও উপলব্ধতা

Moto E32s ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 8,999 টাকা দামে। এই দাম ধার্য করা হয়েছে ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের জন্য। আরও একটি 4GB + 64GB স্টোরেজ মডেল রয়েছে ফোনটির। সেই হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। মিস্টি সিলভার এবং স্লেট গ্রে – এই দুই কালার অপশনে ফোনটি পাওয়া যাবে। 6 জুন ঠিক দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট, জিও মার্ট, জিও মার্ট ডিজিটাল এবং রিলায়েন্স ডিজিটাল থেকে ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হবে।

Moto E32s স্পেসিফিকেশনস, ফিচার্স

এই লেটেস্ট মোটোরোলা ফোনটি Android 12 ভিত্তিক সফ্টওয়্যারের মাধ্যমে চালিত হবে। ফোনটিতে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 720×1,600 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G37 প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই Moto E32s স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 16MP ক্যামেরা। সেকেন্ডারি সেন্সর হিসেবে একটি 2MP ম্যাক্রো শুটার এবং আর একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

ফোনটির ক্যামেরা সেটআপে রয়েছে একাধিক উল্লেখযোগ্য ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, পোট্রেইট, প্যানোরমা, প্রো এবং নাইট ভিশন। রিয়ার ক্যামেরা মডিউলে রয়েছে LED ফ্ল্যাশ, যা 30fps রেটে ফুল HD ভিডিয়ো সাপোর্ট করে।

Moto E32s ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জারের সঙ্গে পেয়ার করা রয়েছে।