Samsung One UI 4: অ্যান্ড্রয়েড ১২ আপডেট এবার একাধিক স্যামসাং গ্যালাক্সি মডেলে, লেটেস্ট OneUI 4-এর ফিচার্স জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2021 | 12:36 PM

Android 12 Based One UI 4: কথা দিয়ে কথা রাখল দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট! চলতি বছরেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ। এবার সেই ফ্ল্যাগশিপ সিরিজেই পৌঁছে যেতে চলেছে এক্কেবারে সাম্প্রতিকতম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক OneUI 4 আপডেট। আর এই নতুন আপডেটের ফলে গ্রাহকরা তাঁদের ফোনে একাধিক পরিবর্তন দেখতে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ভিজ়ুয়াল এনহ্যান্সমেন্ট, নতুন থিম ইঞ্জিন ও একাধিক প্রাইভেসি এনহ্যান্সমেন্ট ফিচার্স।

Samsung One UI 4: অ্যান্ড্রয়েড ১২ আপডেট এবার একাধিক স্যামসাং গ্যালাক্সি মডেলে, লেটেস্ট OneUI 4-এর ফিচার্স জেনে নিন

Follow Us

গ্যালাক্সি ইউজারদের জন্য সুখবর! এবার বিশ্বের সমস্ত প্রান্তের গ্যালাক্সি এস২১ স্মার্টফোন গ্রাহকরা অ্যান্ড্রয়েড ১২ আপডেট পেতে চলেছেন। ভারত-সহ এবার অনু্যান্য দেশের Samsung Galaxy S21 ফোন ইউজাররা দীর্ঘ প্রতিক্ষিত অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক OneUI 4 আপডেট পেতে চলেছেন।

কথা দিয়ে কথা রাখল দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট! চলতি বছরেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ। এবার সেই ফ্ল্যাগশিপ সিরিজেই পৌঁছে যেতে চলেছে এক্কেবারে সাম্প্রতিকতম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক OneUI 4 আপডেট। আর এই নতুন আপডেটের ফলে গ্রাহকরা তাঁদের ফোনে একাধিক পরিবর্তন দেখতে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ভিজ়ুয়াল এনহ্যান্সমেন্ট, নতুন থিম ইঞ্জিন ও একাধিক প্রাইভেসি এনহ্যান্সমেন্ট ফিচার্স।

Android 12-ভিত্তিক OneUI 4 আপডেট আপাতত গ্যালাক্সি এস২১ সিরিজের ফোনেই পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে, গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস এবং গ্যালাক্সি এস২১ আলট্রা। স্যামসাং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এই OneUI 4 আপডেট পৌঁছে যাবে গ্যালাক্সি এস সিরিজের ডিভাইসেও। সেই সঙ্গেও কয়েক দিনের মধ্যেই আবার এই একই আপডেট পাবে গ্যালাক্সি নোট ডিভাইস, গ্যালাক্সি জ়েড ডিভাইসেও। এছাড়াও গ্যালাক্সি এ এবং একাধিক ট্যাবলেটও জলদিই এই সফ্টওয়্যার আপডেট পাবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে।

OneUI 4 আপডেটে স্যামসাং গ্রাহকরা ডায়নামিক থিমিং ইঞ্জিন ফিচার্স পেয়ে যাবেন। খুব সম্প্রতি এই ফিচার দেখা গিয়েছিল পিক্সেল ডিভাইসে। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা বিভিন্ন আইকন এবং UI এলিমেন্টস অ্যাক্সেন্টে রং করে নিতে পারবেন। মূলত ওয়ালপেপারেরই থাকবে বিভিন্ন রঙের সংমিশ্রণ এবং সেখান থেকেই তা বাছাইও করে নিতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি আবার একাধিক ভিজ়ুয়াল এলিমেন্টও যোগ করা যাবে এই আপডেটের ফলে।

ফিচারের এখানেই শেষ নয়। এর পরেও আবার One UI 4 আপডেটে থাকছে প্রাইভেসি ড্যাশবোর্ড। স্মার্টফোন থেকে আপনি যে ভাবে কোনও অ্যাপস বা সার্ভিস অ্যাকসেস করে থাকেন ঠিক তার মতোই সেন্সর করতে থাকবে এই ফিচার। স্যামসাং-এর তরফ থেকে বলা হচ্ছে, ‘কোন অ্যাপ আপনার ফোনের ক্যামেরার অ্যাকসেস নিচ্ছে, OneUI 4 আপডেট আপনাকে খুব সহজেই তা বলে দিতে পারবে। পাশাপাশি নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড আপনার ফোনের সমস্ত কন্ট্রোলস এবং সেটিংস একই ছাতার তলায় নিয়ে আসবে। এর ফলে আপনার স্মার্টফোন মনিটরিং এবং কন্ট্রোল করা খুবই সহজ হয়ে যাবে।’

দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় স্মার্টফোন-মেকারের তরফ থেকে আরও দাবি করা হচ্ছে, ‘গ্রাহকদের আরও পরিণত One UI 4 ইন্টারফেস দিতে গুগল এবং অন্য আরও থার্ড-পার্টি অ্যাপের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছি আমরা।’ তার থেকেও বড় কথা হল, ফোল্ডেবল ডিভাইসগুলি আগের থেকে আরও ভাল ভাবে ফ্লেক্স মোডে অ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। কোম্পানির আরও দাবি, একবার এই One UI 4 আপডেট করলে এই ইকোসিস্টেমের প্রতিটি ডিভাইস খুব ভাল পারফর্মও যেমন করতে পারবে, তেমনই আবার কানেক্টও করতে পারবে খুবই দ্রুততার সঙ্গে।

One UI 4 আপডেটের মাধ্যমে মেইনস্ট্রিম মডেলে অ্যান্ড্রয়েড ১২-এর স্টেবল ভার্সন রিলিজ করে বিশ্বের প্রথম সারির কয়েকটি Android OEM-এর তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিল স্যামসাং। এছাড়াও গুগল আর এক OEM যারা বিভিন্ন পিক্সেল ডিভাইসেও অ্যান্ড্রয়েড ১২ আপডেট পাঠিয়েছে। এদিকে অন্যান্য ব্র্যান্ড এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড ১২-এর বিটা ভার্সন ব্যবহার করে চলেছে।

আরও পড়ুন: iQoo Z5: এই ফোনের নতুন কালার অপশন লঞ্চ হয়েছে ভারতে, দেখে নিন দাম ও ফিচার

আরও পড়ুন: এয়ারটেলের ২৪৯ টাকার প্ল্যানে যুক্ত হয়েছে দৈনিক অতিরিক্ত ৫০০ এমবি ডেটার সুবিধা

আরও পড়ুন: Redmi Note 11T 5G: ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে এই ফোন, দেখুন সম্ভাব্য স্পেসিফিকেশন

Next Article