OnePlus Nord 3 অনেকটাই সস্তা হয়ে গেল, এক ধাক্কায় 4000 টাকা দাম কমল
এখন ফোনের দাম 4,000 টাকা কমানো হয়েছে। ফলে, OnePlus Nord 3 ফোনের 8GB RAM/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে 29,999 টাকা। অন্য দিকে আবার এই একই ফোনের 16GB RAM/256GB স্টোরেজ মডেলটি 33,999 টাকায় পাওয়া যাবে। এই অফার আপনি পাবেন অ্যামাজ়নে। জেনে রাখা জরুরি, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্যই পাবেন আপনি।
চিনা স্মার্টফোন-মেকার OnePlus কয়েক দিন আগেই ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord 3 নিয়ে আসে। এখন সেই ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল সংস্থাটি। ফলে, OnePlus Nord 3 এখন অ্যামাজ়ন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে 30,000 টাকারও কম দামে পাওয়া যাবে। চলতি বছরের জুলাই মাসে যখন OnePlus Nord 3 ভারতে লঞ্চ করে, তখন তার দাম ছিল 33,999 টাকা। বেস ভ্যারিয়েন্টের দাম এটি হলেও 16GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা।
OnePlus Nord 3: কত টাকার ছাড় পাবেন
এখন ফোনের দাম 4,000 টাকা কমানো হয়েছে। ফলে, OnePlus Nord 3 ফোনের 8GB RAM/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে 29,999 টাকা। অন্য দিকে আবার এই একই ফোনের 16GB RAM/256GB স্টোরেজ মডেলটি 33,999 টাকায় পাওয়া যাবে। এই অফার আপনি পাবেন অ্যামাজ়নে। জেনে রাখা জরুরি, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্যই পাবেন আপনি।
OnePlus Nord 3: ফিচার ও স্পেসিফিকেশন
OnePlus Nord 3 ফোনে রয়েছে 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080 পিক্সেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্যানেলটি HDR10+ সাপোর্ট করে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে ড্রাগনট্রেল গ্লাস।
পারফরম্যান্সের দিক থেকে এই মিড-রেঞ্জ স্মার্টফোন চালিত হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9000 চিপসেটের সাহায্যে। এই প্রসেসরটি পেয়ার করা থাকছে 16GB RAM ও 256GB স্টোরেজের সঙ্গে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অক্সিজ়েন OS 13.1 অপারেটিং সিস্টেম রয়েছে।
দুটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি: টেম্পটেস্ট গ্রে এবং মিস্ট্রি গ্রিন। কালার ভ্যারিয়েন্ট দুটির প্রথমটিতে রয়েছে টেক্সচার্ড ম্যাট ফিনিশ এবং দ্বিতীয়টি গ্লসি অ্যাপিয়ারেন্স পেয়েছে। ফোনের আউটার ফ্রেমটি প্লাস্টিক মেটিরিয়ালের। 5000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus Nord 3 ফোনে রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি 50MP ওয়াইড লেন্স। সেকেন্ডারি হিসেবে দেওয়া হয়েছে 8MP আলট্রাওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।