Oppo F19s: ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এফ১৯ সিরিজের চতুর্থ ফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার
ইতিমধ্যেই ওপ্পো এফ১৯ সিরিজে ভ্যানিলা ওপ্পো এফ১৯, ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস- এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। এবার চতুর্থ মডেল হিসেবে আসতে চলেছে ওপ্পো এফ১৯এস।

ভারতে আসতে চলেছে ওপ্পো ‘এফ১৯’ সিরিজের নতুন স্মার্টফোন। যদিও ওপ্পো সংস্থার তরফে এই ফোন লঞ্চের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ওপ্পো এফ১৯এস ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। সম্ভবত আসন্ন ‘ফেস্টিভ সিজন’- এ লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। ভারতে ওপ্পো এফ১৯এস ফোন লঞ্চ হলে তা ওপ্পো এফ ১৯ সিরিজের অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যেই এই সিরিজে ভ্যানিলা ওপ্পো এফ১৯, ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস মডেল লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ওপ্পো এফ১৯এস ফোন সম্ভবত ওপ্পো এফ১৯ সিরিজের বাকি ফোনগুলো থেকে ডিজাইন এবং ফিচার নিয়েই তৈরি হবে। মার্চ মাসে লঞ্চ হয়েছিল ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯প্রো প্লাস মডেল। আর ভ্যানিলা ওপ্পো এফ১৯ লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে। তিনটি ফোনই পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ বেসড ColorOS 11 out-of-the-box- এর সাহায্যে।
91Mobiles- এর একটি রিপোর্ট থেকে সম্প্রতি জানা গিয়েছে যে, ওপ্পো সংস্থা সম্ভবত তাদের এফ১৯ সিরিজের চতুর্থ ফোন লঞ্চ করতে চলেছে। সেই মডেলেরই নাম হতে পারে ওপ্পো এফ১৯এস। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১৮ হাজার টাকার আশপাশে থাকতে পারে। আর ফেস্টিভ সিজনে লঞ্চ হতে পারে এই ফোন। এর থেকে বেশি কিছু তথ্য এই ওপ্পো এফ১৯এস ফোনের ব্যাপারে এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে অনুমান করা হচ্ছে, ভ্যানিলা ওপ্পো এফ১৯ ফোনের সঙ্গে ওপ্পো এফ১৯এস ফোনের ফিচারে অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে।
তাই একনজরে দেখে নেওয়া যাক ওপ্পো এফ১৯এস ফোনের সম্ভাব্য ফিচার-
- এই ফোনও পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক ColorOS 11- এর সাহায্যে।
- ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।
- ওপ্পো এফ১৯এস ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই স্টোরেজের পরিমাণ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অর্থাৎ ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশের ক্যামেরা মডিউলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এছারাও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে।
- ওপ্পো এফ১৯এস ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh এবং তার সঙ্গে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
