Realme GT Neo 2T: আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে চলেছে এই ফোন, দেখুন সম্ভাব্য ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Oct 12, 2021 | 7:06 AM

দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল যথাক্রমে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। 

Realme GT Neo 2T: আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে চলেছে এই ফোন, দেখুন সম্ভাব্য ফিচার
ছবি প্রতীকী।

Follow Us

অবশেষে রিয়েলমি জিটি নিও ২টি ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে রিয়েলমি সংস্থা। আগামী ১৯ অক্টোবর চিনে লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ২টি ফোন। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- তে একথা জানিয়েছেন রিয়েলমি কর্তৃপক্ষ। তবে এই ফোনের কোনও ফিচার রিয়েলমি সংস্থার তরফে এখনও প্রকাশ করা হয়নি। যদিও অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের ফিচার প্রসঙ্গে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়েছে। শোনা গিয়েছে, রিয়েলমি জিটি নিও ২টি ফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ১২০০ প্রসেসর। এর আগে অবশ্য শোনা গিয়েছিল যে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকতে পারে এই ফোনে।

অন্যদিকে, TENAA সার্টিফিকেশন সাইটে RMX3357 মডেল নম্বর সমেত একটি রিয়েলমি স্মার্টফোনের নাম তালিকাভুক্ত হয়েছে। এর পাশাপাশি চলতি মাসের শুরুর দিকে রিয়েলমি সংস্থা সিএমও Xu Qi Chase চিনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- তে একথা জানিয়েছিলেন যে, রিয়েলমি জিটি নিও ২ সিরিজে নতুন ফোন লঞ্চ হতে পারে। আবার সম্প্রতি একটি সূত্রে বলা হয়েছিল যে রিয়েলমি জিটি নিও ২- এর মতো আর একটি ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি সংস্থা। নতুন ফোনে ফিচারের ক্ষেত্রে পুরনো মডেলের তুলনায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও শোনা গিয়েছে। আর এইসব জল্পনার পর এবার রিয়েলমি কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছেন যে, আগামী ১৯ অক্টোবর চিনের স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ২টি স্মার্টফোন।

রিয়েলমি জিটি নিও ২টি ফোনের যেসমস্ত সম্ভাব্য ফিচার এ যাবৎ প্রকাশ্যে এসেছে-

  • এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের তৃতীয় সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
  • রিয়েলমি জিটি নিও ২টি ফোনে একটি ৪৪০০mAh ব্যাটারি থাকতে পারে।
  • দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল যথাক্রমে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
  • এর পাশাপাশি হোল-পাঞ্চ ক্যামেরা ডিজাইন সমেত ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে রিয়েলমি জিটি নিও ২টি ফোনে। সেই সঙ্গে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে পরিচালিত হতে পারে এই স্মার্টফোন।

আরও পড়ুন- Google Pixel 6: লঞ্চের আগে দেখে নিন এই ফোনের সম্ভাব্য দাম এবং বিভিন্ন ফিচার

আরও পড়ুন- Oppo A54s: ওপ্পোর এই স্মার্টফোনে কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হতে পারে?

আরও পড়ুন- Poco M4 Pro 5G: নভেম্বরের মধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে এই ফোন, ভারতে আসতে পারে আগামী বছর

Next Article