AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পকেটে চাপ দেবে না’, Redmi 13C লঞ্চের তারিখ জানিয়ে Xiaomi-র বিশেষ বার্তা

Xiaomi-র ওয়েবসাইট থেকে Redmi 13C ফোনের ডেডিকেটেড লিস্টিং পেজটি দেখা গিয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, স্টারডাস্ট ব্ল্যাক এবং স্টার শাইন গ্রিন এই দুই কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। লিস্টিং থেকে এ-ও জানা গিয়েছে, ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকছে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও দেওয়া হয়েছে এই একই ক্যামেরা সেটআপ।

'পকেটে চাপ দেবে না', Redmi 13C লঞ্চের তারিখ জানিয়ে Xiaomi-র বিশেষ বার্তা
ভারতে আসছে নতুন রেডমি মোবাইল।
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 12:12 PM
Share

Xiaomi ভারতে তাদের পরবর্তী Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু করেছে। সেই ফোনটি হল Redmi 13C, যার অপেক্ষায় অনেক দিন ধরেই অধীর আগ্রহে বসেছিলেন রেডমি ভক্তরা। জানা গিয়েছে, এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে 6 ডিসেম্বর। দিন কয়েক আগেই চিন-সহ বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ করা হয়েছিল Redmi 13C ফোনটি। আর এবার ভারতের পালা। তবে চিনের থেকে ভারতের মডেলটি একটু অন্যরকম হতে চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, Redmi 13C-এর ভারতীয় ভার্সনটি কিছু হার্ডওয়্যার আপগ্রেড পেতে চলেছে।

91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Redmi 13C ভারতে লঞ্চ করতে পারে আরও শক্তিশালী মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরের দিয়ে। চিনের ক্ষেত্রে এমনটা হয়নি। সেখানে এই ফোনই লঞ্চ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর সহযোগে। তবে ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন চিনা হ্যান্ডসেটটির মতো একই থাকছে।

Xiaomi-র ওয়েবসাইট থেকে Redmi 13C ফোনের ডেডিকেটেড লিস্টিং পেজটি দেখা গিয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে, স্টারডাস্ট ব্ল্যাক এবং স্টার শাইন গ্রিন এই দুই কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। লিস্টিং থেকে এ-ও জানা গিয়েছে, ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকছে। গ্লোবাল ভ্যারিয়েন্টেও দেওয়া হয়েছে এই একই ক্যামেরা সেটআপ। একটি প্রেস রিলিজ়ে শাওমির তরফে বলা হয়েছে, ‘Redmi 13C আপনার বাজেটে খুব একটা চাপ দেবে না।’

স্পেসিফিকেশনের দিক থেকে Redmi 13C ফোনে রয়েছে একটি 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 720P এবং রিফ্রেশ রেট 90Hz। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI অপারেটিং সিস্টেম। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 13C-এর ক্যামেরা সেটআপে একটি 2MP গৌণ ক্যামেরা দেওয়া হচ্ছে এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনের দাম-সহ বাক বাকি ফিচার্স জানা যাবে 6 ডিসেম্বর লঞ্চের পরেই।